Site icon Trickbd.com

Java Mobile ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় Apps

Unnamed


আজ আমি আপনাদের জন্য জাভা মোবাইলের কিছু প্রয়োজনীয় এপ্স নিয়ে এসেছি ।যেহেতু জাভা একটি ছোট অপারেটিং সিস্টেম। তাই বেশি এপ্স ইনষ্টল রাখার প্রয়োজন নেই। তো চলুন কিছু প্রয়োজনীয় জাভা এপ্স ডাউনলোড করে নেই।

Blue FTP


Blue FTP Jave মোবাইলের জন্য অসাধারান একটি ফাইল ম্যানেজার এপ্স। এই এপ্স দিয়ে অনেক কাজ করা যায়। জাভা ফাইল এডিট এর কাজ এই এপ্স দিয়েই করা হয়ে থাকে।অপারেটিং লগোও এই এপ্স দিয়েই বানানো হয়। খুব কাজের ডাউনলোড করেই দেখুন। নিচের লিংকে প্রবেশ করলে আপনি Blue Ftp এর অনেক গুলো Version পাবেন।আর সরাসরি ঐ পেজে না পেলে ঐ পেজের উপরে সার্চ বক্সে Blue Ftp লিখে সার্চ করুন
» Blue Ftp.Jar

» Cricket Companion
» CricBuzz
এই দুটো এপ্স ক্রিকেট স্কোর জাভা মোবাইলে দেখার জন্য জনপ্রিয়।


» E2B Dictionary Or English To Bangla Dictionary
» E2B Dictionary লাইট Or English To Bangla Dictionary Lite
ডিকশনারি জগতে অন্য একটি নাম। জাভা মোবাইলের সব থেকে সেরা ইংলিশ থেকে বাংলা ডিকশ্নারি


» Urdu Dictionary
এটি ইংলিশ থেকে উর্দু ডিকশনারি । খুবই উপকারি যারা উর্দু শিখতে চান।


» Facebook Chat

মোবাইল থেকে কম্পিউটারে সবাই Facebook লাইভ চ্যাট করে । আপনি কি জানেন জাভা মোবাইলেও Facebook লাইভ চ্যাট করা যায় ? হ্যা ! এই এপ্স দিয়ে Facebook চ্যাট করতে পারবেন ।

» File Hide
মোবাইলে আমদের অনেক প্রয়োজনীয় ফাইল হাইড করতে হয় । Android বা অন্যান্য OS এ অনেক এপ্স আছে কিন্তু জাভার জন্য এই একটিই । তবে এটি একাই ১০০,যার কারনে আর কোন এপ্স এর প্রয়োজন পরে না।


» Indi SMS
এটি যাদের মোবাইলে বাংলা নেই তাদের জন্য। এই এপ্স এর মাদ্ধ্যমে আপনার জাভা অথবা সিম্বিয়ান মোবাইলে বাংলা লিখে বন্ধুর কাছে SMS পাঠাতে পারবেন।


» Panini Bangla SMS And Keyboard
এটি যাদের মোবাইলে বাংলা আছে কিন্তু বাংলায় SMS লিখতে পারেন না তাদের জন্য। এই এপ্স এর মাধ্যমে আপনার জাভা অথবা সিম্বিয়ান মোবাইলে বাংলা লিখে বন্ধুর কাছে SMS পাঠাতে পারবেন।


» Prothom Alo News
এই এপ্স দিয়ে শুধু মাত্র প্রথম আলো পত্রিকা পড়তে পারবেন।


» News Hunt
এই এপ্স দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেশ কিছু পত্রিকা পড়তে পারবেন।


» JMp3 Tag 1
» Mp3 Tag 2
এই দুটি এপ্স সেরা, Mp3 তে ট্যগা লাগানোর জন্য।এই এপ্সের মাদ্ধ্যমে MP3 গানের মাঝে ছবি সহ নিজের নাম লাগাতে পারবেন।
» KD Player
এই এপ্সটি মিউজিক এর জন্য সেরা। এতে ইকিউলাইজার আছে। যার মাদ্ধ্যমে আপনি গানের মিউজিক কাস্টমাইজ করে শুনতে পারবেন । যেটা ডিফল্ট ভাবে কোন মোবাইলেই থাকেনা।


» Ring Tone Cutter
» Ring Ton Maker
এই দুটি এপ্স সেরা MP3 ফাইল কাটার জন্য। এই এপ্সের মাদ্ধ্যমে আপনার গানের ভালো লাগা অংশ কেটে রাখতে পারবেন। প্রয়োজনে সেটিকে রিংটন হিসাবেও সেট করতে পারবেন।


» Score Board Bangladesh
জাতীয় বোর্ডের ফলাফল দেখার জন্য একটি ঝাক্কাস এপ্স।

আজ এখানেই বিদায়,সবাই ভালো থাকবেন।

  • প্রথম প্রেমে পড়লে মেয়েরা মনে মনে কি ভাবে?
  • নিজের নামে ওয়েবসাইট বানাতে এখানে ক্লিক করুন