Site icon Trickbd.com

এখন থেকে জাভা ফোন দিয়েই যেকোনো ছবিতে লোগো যুক্ত করুন অ্যাপের ঝামেলা ছাড়াই!

Unnamed

ট্রিকবিডিতে স্বাগতম।

আজ আমি আপনাদের মাঝে এমন একটি ট্রিক শেয়ার করব,যার মাধ্যমে আপনি যেকোনো জাভাফোনেই ছবিতে লোগো যুক্ত করতে পারবেন।

কার্যপ্রণালী:

প্রথমে এখানে ক্লিক করে ওয়েবসাইটটিতে যান।
এরকম একটি পেজ আসবে

এবার পিক আপলোডের জায়গায় দুইটি ছবি আপলোড দিন।
আমি নিচের ২টা আপলোড দিয়েছি

লোগো

মনে রাখবেন যে ছবিতে লোগো দিবেন ঐটা প্রথমে এবং লোগো ২ নাম্বারে আপলোড দিন।
লোগোটা অবশ্যই ১০০*১০০ সাইজের হতে হবে।

এবার ২য় ধাপে “Overlay PNG,GIF” এ টিক দিন।
এরপর “disabled do not change any sizes” এ টিক দিন।

এরপর লোগোর পজিশন সিলেক্ট করুন।আমি right top সিলেক্ট করেছি।

সব ঠিকঠাক থাকলে এবার OK লেখায় ক্লিক করুন।

পরবর্তী পেজে ডাউনলোড করার অপশন আসলে ডাউনলোড করে নিন।

ডাউনলোডের পর

Exit mobile version