Be a Trainer! Share your knowledge.
Home » Java mobile » এখন আপনার জাভা ফোনে বাংলা লিখুন কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা কোন সাইট ছারাই। With SShort

এখন আপনার জাভা ফোনে বাংলা লিখুন কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা কোন সাইট ছারাই। With SShort

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি জাভা ব্যবহার কারিদের জন্য এক টা বাংলা লিখার এপ আনলাম।।
এর কারন হলো ট্রিকবিডিতে এখন ও অনেক
Author/Visitor আছে যাদের জাভা/স্যামবিয়ান মোবাইল,
আর এই ফোনের এক টাই অসুবিধা এই ফোনে বাংলা লেখা যায় না।।
তাই আপনারা এই Panini Bengali Keyboard দিয়ে খুব সহজে এবং তাড়াতাড়ি বাংলা লিখতে পারবেন।।
নিচের লিনক থেকে ডাউনলোড করে নিন।।

Download Panini Keyboard

Panini Keyboard সম্পরকে কিছু কথা।।

পানিনি কীপ্যাড কি ?
♦♦
পানিনি কীপ্যাড একটি সফটয়ার যার
সাহায্যে আপনি সহজে ও অতি দ্রূত,
সবচাইতে কম কী প্রেস করে আপনার
ফোনে বাংলায় লিখতে পারেন।
এটি সকল প্রকারের ফোন ও ট্যাবলেটএর
জন্য বানানো হয়েছে ও পাওয়া
যাচ্ছে, সেটি সাধারণ ফোন হতে
পারে, কিংবা দামী আই ফোন হতে
পারে, টাচ স্ক্রিন ফোন হতে পারে
আবার বাটন ফোন হতে পারে।
পানিনি কীপ্যাডএর জন্য ফোনে
বাংলা অক্ষর ছাপা থাকার কোনো
প্রয়োজনীয়তা নেই, কেননা অক্ষর
স্ক্রিনে দেখানো হয় এক’ই ফোনে
আপনি সকল ভাষায় লিখতে পারবেন।
আপনাকে ইংরেজি অক্ষরে লেখার
কোনো প্রয়োজন নেই, সোজা বাংলা

অক্ষরেই লিখবেন।
এই টেকনোলজিটি দক্ষিন এশিয়ার সকল
ভাষার জন্য বানানো হয়েছে কিংবা
হচ্ছে। এটি শুধু ফোনেই নয়, অন্যান্য
ডিজিটাল প্রয়োগ যেমন IPTV, ATM,
গ্যামিং কনসোল, ইনস্ট্রুমেন্ট প্যানেল
ইত্যাদিতে ব্যবহার করা যাবে। এই
সফটয়ারএর সাহায্যে পৃথিবীর
যেকোনো অঞ্চলে যেকোনো ফোনে
বাংলায় লিখতে পারবেন। শুধু ফোনে
বাংলা ফন্ট থাকলেই যথেষ্ট, বাংলা
ফন্ট না থাকলে ব্লাংক দেখাবে।
যথারীতি ভাবে যেকোনো ফোনে
বাংলা ফন্ট থাকলেই ঠিক দেখাবে।
পানিনি কীপ্যাডএর সাহয্যে লেখা
সবরকমের নেটওয়ার্ক এ পাঠানো যাবে
কেননা এটি ইউনিকোডএ বানানো
টেকনোলজি।

কি করে লিখতে হয় ?
♣♣
পানিনি কীপ্যাডএর সাহায্যে
লেখার মাত্র দুটি নিয়ম।
অক্ষরগুলো স্ক্রিনে খুজবেন। অক্ষরগুলো
সম্ভাবনার আধারে স্ক্রিনে দেখানো
হয়।
1. যদি আপনি সেটা দেখতে পাচ্ছেন
তার নিদৃষ্টিত বাটন প্রেস করুন।
2. যদি অক্ষরটি না দেখা যায় তবে
আগামী লিস্ট প্রেস করুন।
যেকোনো ক্ষেত্রে সম্ভাবনার
আধারে আগামী লিষ্টগুলোতে সকল
অক্ষরগুলো সাজানো থাকে, তাই
অসম্ভাব্যও লেখা সম্ভব। পানিনি

কীপ্যাড নিজে নিজেই আপনার
প্রয়োজনীয় অক্ষর অনুমান করে স্ক্রিনের
উত্তর পশ্চিম কনে রাখার চেষ্টা করবে।
এটি অভিধানের বাইরের শব্দের
জন্যেও প্রযোজ্য।
প্রথমে ওই অক্ষরগুলো দেখানো হয়
যেগুলো শব্দের শুরুতে থাকার সবচাইতে
সম্ভাব্য। কোনো অক্ষর লেখার পরে
তার পরের সম্ভাব্য অক্ষর নিজে নিজেই
আসতে থাকবে। যুক্তাক্ষর লেখার জন্য
মাঝে রেফ লিখবেন, কিছু উদাহরণ
নিচে দেওয়া আছে, দয়া করে
দেখবেন। এই বিষয়ে আরো পড়তে
পারেন
এখানে। একটু পরে এই নতুন ভাবে লেখা
শেখা হয়ে যায়, অতি সহজ হয়ে যায় ও
দ্রুত লেখা যায়।..

কিছু Screenshot..



6 years ago (Dec 08, 2017)

About Author (14)

Akash PK
author

An artist cannot fail; it is a success to be one. (28-September-2022)

Trickbd Official Telegram

16 responses to “এখন আপনার জাভা ফোনে বাংলা লিখুন কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা কোন সাইট ছারাই। With SShort”

  1. Sumon Contributor says:

    awesome post.

    tnx for share

  2. Md_Junaid_Al_Hadi Contributor says:

    ভাই আপনার কি মোবাইল?

  3. Alamin Sarkar Contributor says:

    java subj niye amar onek post krar ase.so pls help me make a author.n amar java phn diye ss tola jay

  4. Atik Hasan Author says:

    bro amar nokia e72 phn…bangla font e support kore na!!ki korbo??!

  5. Manikislam Contributor says:

    download hoyna keno?

Leave a Reply

Switch To Desktop Version