আসসালামু আলাইকুম। Hello, ভাইয়া কেমন আছেন? আশা করি ভালো কারণ যারা ট্রিকবিডির সাথে থাকে তারা আসলে ভালোই থাকে।
## এটা আমার ট্রিকবিডিতে প্রথম পোস্ট তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন।
## আমি ট্রিকবিডির নিয়মনীতী মেনে যথাসাধ্য পোস্ট করার চেষ্টা করতেছি কোথাও ভুল হলে আমাকে একটু জানাবেন। যেন আমি ভুল শুধরে নিতে পারি।
## ট্রিকবিডিতে আমার জানা মতে এই অপেরা কেউ শেয়ার করেনি. আর আমার মতো এত Sshot ও Proofs কেউ দেয়নি।
## আমি আপনাদের কথা ভেবে এই পোস্ট টা করতেছি। তাই প্লিজ কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
## আজকে আমি নিয়ে এসেছি যেভাবে আপনারা Opera Mini দিয়ে জাভা তে Screenshot নিবেন।
## এই ওপেরা টা আশা করি সকলের ফোনে Support করবে।
## আমার দেখানো মতো যদি কাজ করেন তাহলে আপনি ১০০% Sshot নিতে পারবেন। কোনো সমস্যা হবেনা।
## অনেক বকবক করলাম আর কথা নয় এবার কাজে চলে যাই।
প্রথমে আপনারা নিচ থেকে Opera Mini টা Download করে নিন
Opera Mini By V Man.Jar (Direct Link)
এবার নিচের Screenshot দেখে কাজ করুন আর হ্যা এই Sshot গুলোই কিন্তু প্রুভ. এটা আমার Nokia ফোন থেকে নেয়া Screenshot
প্রথমে ওপেরা টা ওপেন করুন এবং Menu তে ক্লিক করুন। তারপর Tools এ ক্লিক করুন। তারপর Setting এ ক্লিক করুন। এবার Navitation এ ক্লিক করুন।
এখন একেবারে নিচের দিকে যান তারপর দেখতে পারবেন Shortcut নামে অপশন এর নিচে Edit লেখা আছে সেখানে ক্লিক করুন।
এখন 44 নাম্বার টা নিচের মতো করে Select করুন।
এরপর আপনি #7 চেপে ওকে দিন এবং Save করে দিন।
## ব্যস কাজ শেষ এখন আপনি যেখান থেকে Sshot নিবেন সেখানে গিয়ে #7 চাপলেই Sshot উঠে যাবে। এভাবে আপনি ইচ্ছামতো যেকোনো জায়গা থেকে Screenshot নিতে পারবেন।
## আপনার নেয়া Screenshot গুলো Memory তে ডিরেক্ট Save হয়ে যাবে।
## আশা করি সবকিছু বুজতে পারছেন। না বুজলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসম্ভব Reply দিবো।
My Website: TricksSource.Com
## আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
ধন্যবাদ।
See My More Post: Vidmate Pro Latest Mod Apk Download Now