Site icon Trickbd.com

জাভা ব্যবহারকরীদের জন্য Google Map এর সুন্দর একটি ভার্সন, সাথে রয়েছে Street View ফিচার; স্ক্রিনসট ও প্রুফসহ

Unnamed

সবাইকে আবারও স্বাগত জানাই।

আশাকরি সবাই ভালো আছেন। এই ভালো থাকার একটা উপায় হল সফরে যাওয়া। আর সফরে গেলে আমাদের বিভিন্ন সময় ম্যাপের প্রয়োজন হয়। তবে হাতে শুধু জাভা ফোন থাকলে আমরা আর ম্যাপের আশা করি না। কিন্তু এই জাভা ফোনের জন্যও রয়েছে সুন্দর ম্যাপের অ্যাপস। এদের মধ্যে সেরা অ্যাপটি গুগলেরই। হ্যা এটা গুগল ম্যাপ। চলুন জেনে নেই এই অ্যাপের ব্যাপারে।

নাম: Google Map

সাইজ: 458KB

ডাউনলোড: Google Map (.jar)


বুট-আপের প্রক্রিয়া:

1. অ্যাপটি ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করলে এমন আসবে


2. একটু নিচে গিয়ে Accept ক্লিক করুন।


3. এবার Close ক্লিক করুন। তাহলে ম্যাপ চলে আসবে।


## ম্যাপ ভিউ বা স্যটেলাইট ভিউ চেঞ্জ করতে 2 বাটনে ক্লিক করুন।
## ট্রাফিক ভিউ পেতে 7 বাটনে ক্লিক করুন।
##ম্যাপে জুম ইন করতে 3 বাটন ক্লিক করুন, আবার জুম আউট করতে 1 বাটনে ক্লিক করুন।
## স্ক্রিনসট পেতে ফোনের কল বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখুন।


কিভাবে স্ট্রিট ভিউ পাবেন:

1. ম্যাপের যেকোন স্থানে ক্লিক করুন.


2. 3টা অপসনের নিচেরটা(Street View) ক্লিক করুন।


3. উপরে ছোটো আকারে দেখা যাচ্ছে। বর করে দেখতে Expand এ ক্লিক করুন।




** স্ট্রিট ভিউতে ডানে / বামে 360° ভিউ পাবেন। সামনে যেতে আপ বাটনে ক্লিক করবেন।
** মনে রাখবেন সকল স্থানের স্ট্রিট ভিউ পাওয়া যাবে না।

আশাকরি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সমস্যা হলে কমেন্ট করবেন।

ধন্যবাদ।