Site icon Trickbd.com

এখন থেকে FlexiPlan অ্যাপ ব্যাবহার না করে অনলাইন থেকে FlexiPlan এর প্যাকগুলো কিনুন। জাভা ইউজাররাও কিনতে পারবেন।

Unnamed

আসসালামু আলাইকুম। কেমন আছেন আসা করি ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। চলুন পোস্টে যাই।↓↓

আমরা অনেকেই প্লেক্সিপ্লেন থেকে এমবি/এস এম এস/মিনিট কিনি কিন্তু এর জন্য প্লেক্সিপ্লেন অ্যাপ ব্যবহার করতে হয়। আর অ্যাপ ব্যবহার করা মানেই তো ফোনের র্যাম খরছ হয়। কেমন হয় যদি অ্যাপ ব্যবহার না করেই অনলাইন থেকে প্লেক্সিপ্লেন অ্যাপ এর প্যাকগুলো কেনা যায়। তাহলে নিশ্চই ভাল হয়। আর এর একটা বিশেষ সুবিদা হল জাভা ইউজার ভাইদের জন্য কারন তারাতো প্লেক্সিপ্লেন অ্যাপ ব্যবহার করতে পারেনা তাই তারা অনলাইন থেকে এখন প্লেক্সিপ্লেন এর প্যাক কিনতে পারবে। তাছাড়া এই লিংকে ডুকার জন্য কোনো ডেটা চার্জ প্রোযোজ্য নয় মানে ওয়াওবক্সের মতই। তাহলে প্রথমে FlexiPlan লিংকে
যান। লিংকে যেতে ভয় পাবেন না এটা গ্রামীণফোন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক।
১।

তারপর আপনার পছন্দের প্যাক ট্যাপ করে চয়েজ করোন।
২।

মোবাইল নাম্বার দিয়ে Continue ক্লিক করোন।
৩।

আপনার মোবাইলে দেখুন একটা পিন নাম্বার আসছে এইটা বসিয়ে agree & continue ক্লিক করোন। ব্যাস কাজ শেষ। না বুজলে কমেন্ট করোন। ধন্যবাদ।