শুরুতেই সবাইকে TrickBD‘র পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।। অনেকে বলবেন এই পোস্ট তো আগেও করা হয়েছে,আবার কেন?
তাদের উদ্দেশ্যে বলছি:আগের পোস্টটিতে ভেরিফিকেশন সমস্যা ছিল। তাই নতুন করে দেওয়া এই পোস্ট।
আমারা যারা জাভা ইউজার আছি তারা অনেকেই ইচ্ছা থাকলেও জাভা মোবাইলে হোয়াটসএপ চালাতে পারছিনা তাদের সকলের এক সমস্যা..ভেরিফিকেশন হয়না!!!
তাদের জন্য এই টিপস!!!
এজন্য আপনাকে যেকোনোভাবে একটি এন্ড্রয়েড ফোন লাগবে।।।
কার্যপদ্ধতিঃ
♦আপনার জাভা মোবাইলে এই লিংকে প্রবেশ করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ যদি এই লিংকে নিচের ছবির মতো download now না দেখায়;তাহলে আপনার জন্য সমবেদনা ছাড়া আর কিছুই করার নেই।।
যদি আপনার জাভা মোবাইলে নিচের ছবির মতো আসে…তাহলে আপনার জাভা মোবাইল দিয়ে download now এ ক্লিক করে এপ্লিকেশনটি ডাউনলোড করুন
সাইজঃ১.৪৭এম্বি
-
- আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে হোয়াটসএপ এ প্রবেশ করুন। ডাটা ক্লিয়ার করবেন অবশ্যই। অথবা হোয়াটসএপ এর ডুপ্লিকেট এপ তৈরী করতে পারেন।
- এরপর সাধারন নিয়মে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে একটি হোয়াটসএপ একাউন্ট খুলুন।
- মনে রাখবেন এন্ড্রয়েডে আপনি একাউন্ট খুলার সময় আপনি যে নাম্বার দিয়ে জাভা মোবাইলে হোয়াটসএপ চালাতে চান;সেই নাম্বার দিবেন।
- প্রচলিত নিয়মেই কোড দিয়ে ভেরিফিকেশন করে এন্ড্রয়েডে একাউন্ট খুলুন।
- এবার উপরে আপনার জাভা মোবাইলে ডাউনলোড করা whatsapp এপ্লিকেশনটি ওপেন করুন।
- এরপর এন্ড্রয়েড মোবাইলে যে নাম্বারটি দিয়ে হোয়াটসএপ একাউন্ট খুলেছেন;সেই নাম্বারটি দিন।
- এরপর দেখবেন:::ওই নাম্বারে কোড চলে গিয়েছে!!!
এবার কোড দিয়ে সহজেই ভেরিফিকেশন করে একাউন্ট খুলে ফেলুন ঝামেলা ছাড়াই!!! ✌✌✌
এরপর দেখবেন আপনার এন্ড্রুয়েডে ওই একাউন্টের ভেরিফিকেশন চাইছে!!!
ভেরিফিকেশন করাবেন না…✋ ক্যান্সেল করে দিয়ে এন্ড্রয়েডের সেটিংস এ গিয়ে হোয়াটসাপ ডাটা ক্লিয়ার করে দিবেন।
এবার আরামসে আপনার জাভা মোবাইলে হোয়াটসএপ চালাতে থাকুন|
কোনো সমস্যা হলে বলবেন।।