Site icon Trickbd.com

জাভা মোবাইলে সফটওয়্যার মিনিমাইজ করে চালান । [ অ্যাপস মোডিং টিউটোরিয়াল Screenshoot সহ ]

Unnamed

আসসালামু আলাইকুম ।।।

আজকে হাজির হয়েছি জাভা মোবাইল ব্যবহারকারিদের বহুদিনের কাংখিত চাওয়া নিয়ে । Android ব্যবহারকারিরা একসাথে কয়েকটি সফটওয়্যার ব্যবহার করতে পারে । কিন্তু জাভা ব্যবহারকারিরা সফটওয়ার মিনিমাইজ করতে পারেনা । তাই আজ থেকে আপনারাও একসাথে কয়েকটি সফটওয়ার মিনিমাইজ করে ব্যবহার করুন । চলুন শুরু করি ।

আপনার প্রয়োজন হবে::::::

1. Xplore.

Blue_FTP_Lite+(DJShubho.Com) . jar

2. Multimidlet.

Multimidlet(DJShubho.Com) . jar

Download Link:: Clickk Here

ধাপসমূহ

১. আপনি যে যে সফটওয়ার মিনিমাইজ করতে চান সেগুলো UC Browser দিয়ে ফাইল ডাউনলোড করে নিন । যেমন আমি ৩ টি নিলাম ।

২. এখন Xplore দিয়ে সেগুলোকে Rename করুন এভাবে যেমন Opera mini.zip মানে প্রত্যেকটির শেষে .zip লাগিয়ে দিন । এবং সেগুলোকে একটি নতুন ফোল্ডার বানিয়ে সেখানে নিয়ে যান ।

৩. এখন আইকন হিসেবে 50-60KB এর একটি ফটো রিনেম করে লিখুন icon.png এবং সেটি সরাসরি মেমোরিতে Root Folder এ রাখুন মানে কোন ফোল্ডার ছাড়া ।

৪. এরপর Multimidlet app টি অপেন করে zip ফাইলগুলো যে Folder এ রেখেছেন সেখানে চলে যান ।

৫. অপশন থেকে Add All সিলেক্ট করুন এবং View List এ চাপ দিন ।

৬. এখন আবার অপশন থেকে Select All সিলেক্ট করুন ।

৭. অপশন থেকে Start Merge সিলেক্ট করুন এবং Program Name এ আপনার নাম দিতে পারেন ।

৮. এখন বামপাশ থেকে Start Merge সিলেক্ট করুন করুন এবং দেখুন কিছুক্ষণ লোডিং নিবে সেটা শেষ হলে File Total Time লেখা আসবে তখন বেরিয়ে এসে দেখুন মেমোরিতে Multimidlet Folder এর ভিতরে একটি ফাইল হয়েছে সেটাকে xplore দিয়ে রিনেম করে .jar কেটে দিন এবং আবার মোবাইল দিয়ে মানে মোবাইল থেকে রিনেম করে .jar বসিয়ে দিন । দেখুন ৩টি মিলে একটি হয়ে গেছে সেটি অপেন করে এই ৩টি একসাথে চালাতে পারবেন

৯. আপনি যখন একটি app চালাবেন সেটি মিনিমাইজ করে অন্যটিতে যেতে চাইলে ফোনের Star(*) বাটন চাপ দিয়ে ধরে থাকুন ।

বিঃ দ্রঃ ছোট সাইজের app হলে ৪টি একসাথে করতে পারেন আর বড় হলে ২ বা ৩টির বেশি করবেননা তাহলে app নাও চলতে পারে । তবে ফোনের Ram বেশি হলে কয়েকটি চালাতে পারবেন ।
Exit mobile version