সবাইকে আসসালামু আলাইকুম
আজ আমি জাভা ব্যবহারকারীদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেম।
তবে গেমটা একটু অন্যরকম,
এটি ভুতুড়ে টাইপের একটি গেম।
Name:-Death trap 2
Size:-237 kb
গেমটির বিবরণ:-
গেমটির নায়িকার নাম হলো Anna।
একদিন হঠাৎ Anna একটি ভুতুড়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়।
সেখানে সে অনেক রহস্যময়ী ঘটনার সম্মুখীন হয়।
তাছাড়ও গেমের মূল কাহীনি হলো যে
সে কিভাবে সেই ভুতুড়ে বাড়ি থেকে বাইরে বেরোবে।
গেম খেলার পদ্ধতি:-
সে বাড়িটি তিন তালা বিশিষ্ট।
আর সে বাড়িতে রয়েছে অনেকগুলো ঘর।
আপনাকে এখন,তৃতীয় তালায় গিয়ে একজনকে মেরে ফেলতে হবে(গেমটি খেললে বুঝতে পারবেন যে তৃতীয় তলায় কে আছে,আর কাকে মারতে হবে।)
তবে দুঃখজনক ব্যপার হলো যে প্রত্যেক রুমে তালা লাগানো।
আর তালার চাবি বিভিন্ন জায়গায় লুকানো আছে।
যেমন:-ছবির মধ্যে,মূর্তির মধ্যে,মাকড়সার জালের মধ্যে,বুকসেলফে ইত্যাদি জায়গায়।
তাছাড়াও আরো বিভিন্ন পদ্ধতিতে আপনাকে রুমের চাবি পেতে হবে।
যে জায়গায় চাবি থাকার সম্ভাবনা আছে সেখানে গিয়ে আপনাকে ‘5’ এ চাপ দিতে হবে।
এখানেই শেষ নয়,
প্রত্যেক রুমে আছে ভুত।
যারা আপনাকে মারতে চায়,
তাদের হাত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।
বাকি সব কিছু আপনি গেমটি খেললেই বুঝতে পারবেন।
গেমটির কিছু screenshot:-
Download link:- download here(240*320)
আশা করছি গেমটা আপনাদের ভালো লাগবে।
আজকে এই পর্যন্তই,পরে আবার দেখা হবে।
খোদা হাফেজ