আজকের বিষয়
আজকের বিষয়: “[Tutorial] এবার জাভা ফোন দিয়েই Java Games বা Apps এর Name Change করুন খুব সহজেই, না দেখলেই মিস!!”. আশা করছি আপনারা সম্পুর্ণ পোস্ট ভালোভাবে পড়বেন।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
আমরা তো অনেক Android এর Apps ও Games এর Name পরিবর্তন করলেন। আজকে আমি এমন একটা টিওটোরিয়াল নিয়ে এসেছি যার সাহায্যে আপনারা Java ফোনের Apps বা Game এর Name চেন্স করতে পারবেন। এটা একপ্রকার Modify সিস্টেম। আমাকে একজন এটা নিয়ে পোস্ট করতে বলেছিলো তাই তার Request এ পোস্ট টা করলাম। আশা করছি সকলের ভালো লাগবে।
প্রথমে আপনারা নিচ থেকে Apps গুলো Download করে নিন
২. Blueftp.jar
এখন নিচের মতো সকল কাজ করুন
আপনি যে এপ টা Edit করে নিজের নাম বসাতে চান প্রথমে সেই Apps টা আমার দেয়া Uc Browser দিয়ে ডাউনলোড করুন। তারপর Blueftp দিয়ে Apps টা Rename করে zip বানান। এবার Zip ফাইলের ভিতরে ঢুকুন এবং Extarct করে রাখুন একটা Folder এ।
এখন শুরু হলো আসল কাজ
এবার Moby Explorer এপস টা Open করুন এবং Memory তে যান।
এবার যে Folder এ File গুলো Extract করে রেখেছেন সেই Folder এ যান। তারপর নিচের মতো Folder দেখতে পারবেন ওটাতে ক্লিক করুন।
তারপর নিচের মতো File দেখতে পারবেন। এবার File টাতে ৭-৮ বার ক্লিক করুন। Open না হয়া পর্যন্ত।
এরপর নিচের দিকে যান। তারপর নিচের মতো লেখা দেখতে পারবেন। আমাদের এখানের Moby Explorer এর জায়গায় পছন্দমত নাম লিখতে হবে।
এখন Menu তে ক্লিক করুন। তারপর Edit এ ক্লিক করুন
এখন উপরের কথামতো নাম Edit করে Ok প্রেস করুন।
এবার Back এ চলে আসুন
তারপর নিচের মতো File টা দেখতে পারবেন।
এখন Menu তে ক্লিক করুন
তারপর Action এ ক্লিক করুন।
তারপর ডিলিট এ ক্লিক করুন। ব্যস এবার এপ থেকে বেড়িয়ে আসুন।
এখন Blueftp এপ File গুলো একসাথে আবার আগের মতো Zip করুন। এবং পরে Rename করে jar করে দিন।
ব্যস কাজ শেষ। এখন এপ এ দেখবেন আপনার দেয়া পছন্দমত নাম লেখা উঠেছে।
বিশেষ একটা কথা
আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।
ধনবাদ বার্তা
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।