জাভা ব্যবহারকারিদের জন্য সুখবর । আপনারা যারা জাভা ফোন ব্যবহার করেন তারা জানেন যে এনড্রয়েড ফোন দিয়ে একসাথে অনেক অডিও গানে ছবি লাগানো যায় । কারন জাভা দ্বারা লিখিত এনড্রয়েড আজ জাভার বাবা হয়ে গেছে । আপনি জানেন কি ? জাভা ফোন দিয়েও মাত্র ক্লিকে মেমরির সকল গানে আপনার ছবি লাগানো যাবে । শুধু তাই নয় অন্যের ইডিট করা ছবিও আপনে সংগ্রহে রেখে দিতে পারবেন । তাছাড়াও আপনার ইডিট করা গান আর কেউ ইডিট করতে পারবেনা ।
তাই আপনারা এতদিন যারা পুরাতন সফটওয়ার JMP3 Tag ব্যবহার করেছেন সেটিকে আজ থেকে পেনশন দিয়ে দিন । কারন এটি দিয়ে একটি একটি করে গান ইডিট করা লাগে । তাছাড়া সময়ও বেশি লাগে । তাই নিচের এপটি ডাউনলোড করুন ।
লিংক Click Here
ব্যবহার পদ্ধতি :
1. প্রথমেই আপনে যেখানে এপটি ডাউনলোড করলেন সেখানে যান কিন্তু আগেই ওপেন করবেন না আগে আগে Application access>Data access>Read user data+ Add and edit data এই সেটিং এ গিয়ে Ask first time only করে দিন আর যদি Always Allow দেয়া যায় সেটা করে দিন ।
2. এখন এপটি ওপেন করুন
3. এটি দিয়ে আপনি অন্যের ইডিট করা ছবি টা রেখে দিতে পারবেন । প্রথমে সেই গানের অপশন থেকে Information এ যান আর একটি ছবি দেখতে পারবেন সেটা Save করুন । গানটি যে ফোল্ডারে আছে সেখান ছবিটি Save হবে ।
নতুন কিছু :
1. একটি গানে আপনার ছবি লাগানোর পর যদি চান যে আপনার ছবিটি যেন কেউ পরিবর্তন না করতে পারে তাহলে মোবাইল থেকে রিনেম করে নামের যে কোন জায়গায় % এটি বসিয়ে দিন তাহলে সেটি আর Tag ইডিট হবেনা ।
2. Noki java ফোনের Bluetooth On থাকলেও কোন কিছু অন্য মোবাইলে যাবেনা ডায়াল *#9990# আর হয়ে গেল Bluetooth Lock. আবার আনলক করতে ফোন Restart করুন ।
ধন্যবাদ । ভালো থাকুন ।
সৌজন্যে Mixcafe.Tk