Site icon Trickbd.com

{Hot Post} অতি সহজেই জাভা ব্রাউজার অ্যাপকে হ্যান্ডেলার অ্যাপ বানান কোনো ঝামেলা ব্যতীত; না দেখলে পস্তাবেন।(জাভা ও সিম্বিয়ান ব্যবহারকারিদের জন্য),,

Unnamed



আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়াল্ল ফলো করে যেকেউ ব্রাউজার অ্যাপকে হ্যান্ডলার অ্যাপ বানাতে পারবেন খুব সহজে। আর হ্যা, ট্রিকটি জাভা অ্যাপের জন্য। তবে আপনারা জাভা/সিম্বিয়ান যেকোনো মোবাইল দিয়েই এই কাজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি।


1. প্রথমে একটা ব্রাউজার অ্যাপ ডাউনলোড করে নিন।(UC Browser এইক্ষেত্রে বেস্ট)

2. ফোনের ফাইল ম্যানেজার দিয়ে UC.jar ফাইলটিকে UC.zip এ রিনেম করুন।


3. এবার Handler-Embed.jar অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করে ওপেন করুন। এমন কিছু দেখতে পাবেন। এখানে Browse এ ক্লিক করুন।


4. আপনার UC.zip ফাইলটি সিলেক্ট করুন।


5.তারপর এমন আসবে। এবার Embed ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন।


6. দেখুন কাজ শুরু হয়ে গেছে। দেখবেন এমন কিছু লিখা এসেছে। সুতরাং, হ্যান্ডেলার অ্যাপ তৈরি।


7. এবার আপনি ফোনের ফাইল ম্যানেজার দিয়ে UC.zip ফাইলে যান। দেখুন নতুন একটি অ্যাপ তৈরি UC_HUI_210.zip


8. এই অ্যাপকে UC.jar এ রিনেম করুন।

###অ্যাপটি ইন্সটল করে ফ্রি-নেটের দুনিয়ায় হারিয়ে যান।
[বি:দ্র: জাভা ফোনগুলোতে মেমোরি থেকে অ্যাপ ইন্সটল করা যায়না। এইক্ষেত্রে আপনাদেরকে মোড করা অ্যাপটি কোনো সাইটে(DataHostFile or Wikisend) আপলোড করে। তারপর ওপেরা/ডিফল্ট ব্রাউজার দিয়ে ইন্সটল করতে হবে।]

পোস্টটি আপনাদের পছন্দ হলে কমেন্ট করুন। তবে কোনো সমস্যা হলেও কমেন্ট করতে পারেন 😛

ধন্যবাদ

Exit mobile version