Site icon Trickbd.com

জাভা গেম বা সফটওয়ারের আইকন পরিবর্তন করে নিজের ছবি লাগান জাভা মোবাইল দিয়ে । [Requested]

Unnamed

আসসালামু আলাইকুম।

আজকের বিষয় ::: যেকোন জাভা গেম বা সফটওয়ারের ডিফল্ট আইকন পরিবর্তন করে নিজের ইচ্ছামত ছবি লাগান জাভা মোবাইল দিয়েই ।

এই কাজটি করতে যা যা লাগবে ডাউনলোড করি(যেকোন একটি)

1. Xplore EXPLORE অথবা

2.Blue FTP Blue_FTP

কার্যপদ্ধতি

>>> যে সফটওয়ারটির আইকন পরিবর্তন করবেন সেটিকে Uc browser দিয়ে ফাইল হিসেবে ডাউনলোড করুন । সেটিকে একটি নতুন ফোল্ডারে নিয়ে যান ।

>>>রিনেম করে .zip বসিয়ে দিন

>>>অপেন করে Select all করুন তারপরে Extract Selected items করুন তারপর আবার Extract items here করুন ।

>>>এখন .zip ফাইলটিকে Delete দিন ।

>>>এবার দেখুন Extract করা ফাইলের মধ্যে একটি ছবি আছে যেটি আইকন হিসেব ছিল সেটি i.jpg i.con icon.jpg icon.png যে কোন একটি নামে থাকবে অথবা যে নামেই থাকুক আপনে খুজে বের করুন । যেমন এইখানে দেখছি I.png নামে রয়েছে ।

>>>এবার অন্য ফোল্ডারে আপনার একটি ছবি xplore দিয়ে এই আইকনের নামের সাথে মিল রেখে নাম দেন যেমন আমি একটি ছবি i.png নাম দিলাম ।

>>>এখন আগে থেকে যেটি আইকন ছিল সেটি ডিলেট করি

>>>আমার বানানো একই নামের ছবিটি এইখানে Move করে নিয়ে আসি ।

>>>এখন মেনু থেকে Select all করি তারপর আবার Compres items(jar) করি ।

>>>এখন Xplore থেকে বেরিয়ে এসে দেখুন ওই ফোল্ডারে File_jar মোবাইল থেকে রিনেম করে .jar বসিয়ে দেই ।

>>>নোকেয়া জাভা হলে সাথে সাথে পেয়ে যাবেন এপ আর চায়না জাভা হলে .jar টিকে Install দিন ।

সৌজন্যে www.mixcafe.tk