আশা করি সবাই ভালো আছেন । কারন ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সবাই ভালোই থাকে । প্রতিদিন নতুন কিছু শেখার একটি বড় প্লাটফর্ম হলো ট্রিকবিডি ।
আজকের বিষয়
::: আপনার জাভা অথবা সিম্বিয়ান মোবাইল দিয়েই নিজের ছবির উপর বিভিন্ন ধরনের লাইভ ইফেক্ট দিন একটি এপ এর মাধ্যমেই অতি সহজে ।
প্রথমে এই এপটি ডাউনলোড করুন
1. Animation Maker Make+Animation+(Best+Photo+Editor).jar
কার্যপদ্ধতি
>>>এপটি অপেন করুন । Building এ যান ।
>>>এখন আপনাকে একটি ছবি সিলেক্ট করতে বলবে । মেমরি থেকে সিলেক্ট করুন ।
>>>এখন আপনে ছবির মাপ নির্ধারন করে দিন ।
>>>এখন আপনে এখান থেকে বিভিন্ন ইফেক্ট একটি সিলেক্ট করুন
>>>তারপর একটি Text হিসেবে আপনার নাম বসিয়ে দিন তারপর OK করুন ।
>>>এখন একটি নাম দিয়ে Save করুন ।
>>>এভাবে আপনি বিভিন্ন ধরনের প্রায় ২০ ধরনের ইফেক্ট দিতে পারবেন । আমি কয়েকটি দেখালাম । আপনারা Uc browser দিয়ে পোস্টটি পড়ুন তাহলেই দেখতে পাবেন Animation ফটো ।