Site icon Trickbd.com

[ Tutorial ] এবার Java ফোন দিয়েই জাভা ফোনের Opera Mini কে Modify করুন খুব সহজেই [প্রথম পর্ব]

Unnamed

## Hello, ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর ভবির্ষতে যেনো সবসময় ভালো থাকেন আমি এই কামনায় করি।

## অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন টিওটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা আসলে একটা Requested পোস্ট। অনেকে আমাকে Request করার পর আজকে এই বিষয় নিয়ে পোস্ট লিখতে বসলাম।

## আমার পরবর্তিতে পর্ব গুলো দিতে একটু দেরি হতে পারে কারণ আমিও তো মানুষ। আমি ক্লাস Eight এ পড়ি। সকালে ৬ টা থেকে কোসিং, স্কুল,মক্তব শেষ করে, রাতে ৩০ মিনিটের মতো সময় পাই। সেই সময় টুকুতে আমি ট্রিকবিডি ও ফেসবুকে একটু টু মারি। তাই আমি পোস্ট লেখার Time ই পায়না। শুক্রবারে আমি সারাদিন ফ্রি থাকি তাই সেদিন একটু টুকটাক পোস্ট লিখে রাখি। যাক বাদ দিন এসব।

## আজকের বিষয় টা হলো Opera Mini মোডিফাই করা নিয়ে। আমার কথামতো কাজ করলে আপনারা একটা সাধারণ Opera Mini কে অসাধারণ করে তুলতে পারবেন। আমি অনেক ধরণের ফিচার Opera Mini তে যোগ করা শিখাবো।

## আমি আপনাদের কে Opera Mini তে বিভিন্ন ধরণের ফিচার যোগ করা শিখাবো। এছাড়া সাধারণ Opera Mini কে Handler করা শিখাবো। এক কথায় ইনশাল্লাহ সবকিছু শিখাবো।

## আমাদের এই বিষয় নিয়ে পোস্ট এর পার্ট হবে অনেকগুলো। আশা করি সবসময় আমার সাথে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমার পরবর্তিতে পর্ব টা লিখতে আনন্দ লাগবে ও লেখার আগ্রহ বাড়বে ।

## আমিই মনে হয় সর্বপ্রথম জাভা দিয়েই জাভা ফোনের Opera Mini মোড করা নিয়ে পোস্ট করতেছি। গুগলে খুজেও আমি একটা পোস্ট ও পাইনাই। তাই আপনাদের কথা ভেবে পুরা Tutorial নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি।

## আমার এত কষ্ট করে পোস্ট করার মানে একটাই আপনাদের Help করা। আপনাদের কাছে আমার একটাই চাওয়া সবসময় আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে হাজির হতে পারি।

## অনেক তো বক বক করলাম। এতক্ষণে হয়ত আপনারা আমার উপর রেগে গেছেন তাই আমি আর কথা বাড়াব না সোজা কাজে চলে যাবো।

যা যা লাগবে:

১. Opera Mini মোডিফাই করার জন্য সর্বপ্রথম আপনাদের কিছু এপ এর প্রয়োজন হবে। নিচ থেকে আপনারা ২ টা এপ Download করে ফোনে Install করে নিন।

২. পর্যাপ্ত পরিমাণ মনোযোগ এবং এপ Modify করার মতো মন মানসিকতা এবং নতুন কিছু করার ইচ্ছা ।

৩. আর মনে একটু ধৈর্য থাকলেই চলবে। তো প্রথমে নিচ থেকে এপগুলো Download করে নিন।

$$ See Link:

First: Blueftp.Jar

Second: Moby Explorer.Jar

$$ প্রথমে আপনি যে Opera Mini টা Modify করবেন সেটা আপনারা Uc Browser দিয়ে Zip আকারে Download করে নিন।

$$ তারপর আপনারা Blueftp এপটা দিয়ে Zip ফাইল টা Extract করে Opera Mini Modify নামে একটা Folder এ রাখুন।

## যদি ফাইল Extract করতে না পারেন তাহলে আমার এই পোস্ট টা দেখুন। এই পোস্টে Screenshot সহকারে Zip ফাইল Unzip করার পুরো Tutorial টা আছে।

## ইস লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেলো, আজকে আর লিখতে পারব না।

$$ পরবর্তি পর্বে আমরা এপ এর নাম পরিবর্তন এবং icon চেন্স করা শিখবো।

## আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সকলে আমার জন্য একটু দোয়া করবেন কারণ সামনে আমার JSC পরিক্ষা। কেউ যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট অথবা ফেসবুকে যোগাযোগ করতে ভুলবেন না।

## আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, ধন্যবাদ।

$$ By: Mr Perfect

$$ Full Credit: Mr Perfect

$$ FB: fb.me/myself.perfect

$$ Bye.

“কপি করছেন তো মরছেন”