Wellcome to trickbd.com
আশা করি সকলেই ভাল আছেন। করন যারা ট্রিকবিডির সাথে থাকে তারা ভালই থাকে।
আজ আপনাদে সাথে হাজির হয়েছি একটি সাধারন বাটন ফোন এর টিউটোরিয়াল নিয়ে।
আজ দেখাব কি ভাবে যে কোন Auido -Video – Imege হাইড করবেন বা লক করবেন।
#এটি শুধু বাটন ফোনের জন্য প্রযোয্য ।
এন্ড্রয়েড ফোনে হবে না।
#তো চলুন কাজ শুরু করা যাক :-
১# প্রথমে ফাইল ম্যনেজার এ যেতে হবে ।
২# এর পরে যে ফোল্ডারের ফাইল গুলো হাইড করবেন সে ফোল্ডার সিলেক্ট করুন।
৩# ফোল্ডার এর নাম রিনেম করতে হবে।
রিনেম করার জন্য অনেক লিখতে হবে মানে ফোল্ডারের নাম অনেক বড় করতে হবে । যত বড় করা যায়।
ভয় পাইয়েন না ডিলিট হয় নাই হাইড হইছে।
আবার অনেক ফোনে হাইড না হয়ে লক হয়ে যায়।
##অনেকে বলতে পারেন যে এ গুলো আবার ফিরিয়ে আনব কি ভাবে বা আনলক করব কি ভাবে।
থামেন ধিরে ধিরে সব বলব।
৫# এবারে ফাইল গুলো ফিরিয়ে আনার পালা।
#ফোল্ডার রিনেম এ গিয়ে যেগুলো লেখা লিখেছেন সে গুলো কেটে দিয়ে সেভ করুন দেখুন ফাইল গুলো ফিরে এসেছে ।
# না বুঝতে পারলে স্ক্রিনসট গুলো ফলো করুন
#দেখুন আমি এই ফোল্ডারের ফাইল গুলো হাইড করব।
এই ফোল্ডারে আমার ৩টি ফটো আছে ।
imege:-
imege:-
#এবার ফোল্ডারের নাম রিনেম করুন
imege:-
#এবারে লিখে ভরে ফেলুন যত লেখা যায়।এবং সেভ করুন।
imege:-
imege:-
#আশা করি সকলের ভাল লেগেছে ।
এত সময় কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ
???????✋???✋?????✋???✋??✋✋??✋✋?????????
বিদ্র :- ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন