Site icon Trickbd.com

[Hot Tune] যারা জাভা অথবা Nokia সহ অন্যান্য ফোনে বাংলা পারেন না, তারা নিয়ে নিন সমাধান

Unnamed

আসসালামু আলাইকুম। Hello, ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেননা ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সাধারণত ভালোই থাকে।

আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন টিওটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের এই পোস্ট টা ভালো লাগবে।

আমরা যারা জাভা বা Nokia ফোন সহ অন্যান্য নানা ধরণের ফোন ব্যবহার করি তাদের একটা সমস্যায় পড়তে হয় সেটা হলো আমরা বাংলা লিখতে পারিনা। আমিও এই বিপদে পড়েছিলাম তখন আমি নোকিয়া 310 ব্যবহার করি।

আমি অনেক খোজাখোজির পর একটা সাইট সাইট খুজে পাই। যেখান থেকে আমি বাংলিশ লিখে বাংলাতে কনভার্ট করতে পারলাম। আর ওখান থেকে সহজেই আপনিও তা করতে পারবেন এবং চাইলে আপনি সেটা ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে পারবেন সহজেই এবং কপিও করতে পারবেন।

তো চলুন কাজে লেগে যাই:

প্রথমে আপনারা এখানে যান।
তারপর নিচের মতো কাজ করুন।

তারপর নিচের মতো জায়গায় ক্লিক করুন


তারপর ফাঁকা জায়গায় আপনার বাংলিশ বাক্য লিখুন। যেমন টা আমি লিখেছি। তারপর Convert এ ক্লিক করুন।

ব্যস দেখুন। এখন এটা বাংলা হয়ে গেছে।

আশা করি সকলের পোস্ট টা ভালো লেগেছে। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে ফেসবুকে অথবা কমেন্টে যোগাযোগ করবেন।

আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ

Exit mobile version