আসসালামু আলাইকুম। Hello, ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করি
আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন টিওটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের এই পোস্ট
টা ভালো লাগবে।
আমরা যারা জাভা ব্যবহার করি তাদের ইচ্ছা হয় আমি যদি এই জাভা ফোন দিয়ে এনড্রয়েড বা পিসির মতো ফটো ইডিট করতে পারতাম তাহলে কত ই না ভালো হতো। আজকে আমি তাদের ইচ্ছা পুরণের জন্য আজকের এই পোস্ট টা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এমন একটা এপ আপনাদের উপহার দিবো যা দিয়ে আপনারা সুন্দর ভাবে ফটো ইডিট করতে পারবেন।
এই এপ এর সাহায্যে আপনারা ছবিতে বিভিন্ন ধরণের ইফেক্ট দিতে পারবেন। তাছাড়া এই এপটার ভাষা চায়না ছিলো আমরা সেটা মোডিফাই করে English এ কনভার্ট করেছি। এই এপটা আপনাদের সকলের অনেক কাজে লাগবে। তাছাড়া এই এপটা 280×320 স্কিনের প্রায় সকল ফোনে সাপোর্ট করবে। এই এপ টা আপনারা একবার ব্যবহার করলে আর ছাড়তে চাইবেন না। এই এপটা অনেক কাজের একটা এপ। এই এপটার নাম হলো Mobile Photoshop. আমি জানি যারা জাভা ব্যবহার করে তাদের বেশির ভাগ ফোন ই প্রায় Itel আপনাদের জন্য সুখবর আপনাদের ফোনেও এই এপটা সুন্দর ভাবে কাজ করবে। তাছাড়া Nokia তে 100% কাজ করবে। আর Symphony তে কাজ করার সম্ভবনা খুব কম। আপনারা সকলেই এপ টা একবার Try করে দেখতে পারেন। আশা করছি সকলের এপটা কাজে লাগবে এবং সকলের এপটা পছন্দ হবে।
এই এপটাতে ফটো ইডিটিং করার নানা ধরণের অপশন পাবেন এবং আপনি চাইলে ইচ্ছামতো যেকোনো সাইজের ফাঁকা ছবি নিতে পারবেন। এই এপটা আসলেই অসাধারণ। এই এপটা ডাউনলোড করলে আশা করি আপনাদের Mb নষ্ট হবেনা।
অনেক কথা বললাম। এবার এপটার কিছু Screenshot দেখে নিন:
এখন এপটা ডাউনলোড করার পালা। নিচ থেকে এখুনি ডাউনলোড করে নিন:
Name: Mobile Photoshop By Mr. Perfect.Jar
Size: 349.20 Kb
Link: [Click Here] (Direct Link)
আশা করি সকলের পোস্ট টা ভালো লেগেছে। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে ফেসবুকে অথবা কমেন্টে যোগাযোগ করবেন।
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ।