আসসালামু আলাইকুম। ভাইয়া আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনারা ভবির্ষতেও যেনো ভালো থাকেন, আমি সবসময় এই কামনায় করি।
আমি এই পোস্ট এর পার্ট গুলো আর দিতে চাইছিলাম না। কারণ অনেকেই দিতে না বলছিলো। কিন্তু অনেকে Request করার পর পরের পার্টগুলো না দিয়ে আর পারলাম ই না। যাই হোক ইনশাআল্লাহ আজকে থেকে আবার পার্ট দেওয়া শুরু করব। আর আমি যারা জাভা নিয়ে পোস্ট করতে না বলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা অনেকেই বলেন যে এনড্রয়েডের যুগে জাভা ব্যবহার করে কারা? আরে ভাই জাভা ব্যবহার কারীদের ট্রিকবিডিতে অভাব নাই। আপনাদের বিশ্বাস না আমার পোস্ট ডাউনলোড লিংক থেকে দেখে নিবেন একটা এপ বা গেম কতবার ডাউনলোড করা হয়েছে। তাছাড়া ট্রিকবিডিতে Java ক্যাটাগরি টা এমনি এমনি রাখে নাই। আমার করা জাবা পোস্ট এর কারণে ট্রিকবিডিতে আরো জাভা ব্যবহার কারিদের সংখ্যা বাড়ছে। ট্রিকবিডি হলো এক ধরণের শেয়ারিং প্লাটফর্ম। এখানে যে যেটা জানে সে সেটাই শেয়ার করবে। অনেক কথা বললাম এখন আমাদের মুল টপিকে চলে যাই।
আজকের এই পর্বে আপনাদের কে আমি Opera Mini এর নাম ও Icon পরিবর্তন করা শিখাবো।
বি: দ্র: যারা আমার আগের পর্বটা দেখেন নি তারা এখান থেকে দেখে নিন
তো প্রথমে আপনারা আগের পর্বের দেওয়া Moby Explorer টা Open করুন। তারপর আপনার মেমোরি তে যান।
তারপর আপনি যেখানে Opera Mini এর Extract করা ফাইল রাখছিলেন। সেখানে গিয়ে নিচের মতো ফোল্ডার এ যান।
তারপর আপনি নিচের মতো ফাইল দেখতে পারবেন। এটাতে কয়েকবার ক্লিক দিয়ে ওপেন করুন।
তারপর আপনি নিচের মতো দেখতে পারবেন। এখান থেকে আপনি Menu তে যান।
তারপর আপনি Midlet Name: Opera Mini 4.4 এই লেখাটা সর্বপ্রথম দেখতে পারবেন। এখান থেকে Opera Mini 4.4 এটা কেটে দিয়ে আপনার পছন্দমতো নাম দিন। যেমন আমি দিয়েছি।
তারপর আপনি Menu তে যান এবং নিচের মতো Save নামের অপশন টাতে ক্লিক দিয়ে Save করে দিন।
এবার Back এ আসুন। তারপর নিচের মতো ফাইল টা সিলেক্ট করে Menu তে ক্লিক দিন।
তারপর Action এ ক্লিক দিন।
তারপর নিচের মতো ডিলিট এ ক্লিক করে ডিলিট করে দিন।
এবার ব্যাক এ চলে আসুন। তারপর নিচের মতো ফাইল টা সিলেক্ট করে Menu তে ক্লিক দিন।
এবার নিচের মতো Action এ ক্লিক দিন।
এবার আপনার ফোনের ফাইল Manager এ গিয়ে আপনার পছন্দমতো Icon বেছে সেটাকে i.png তে Rename করে নিন। তারপর সেটাকে এই জায়গাতেই কপি করে Paste করে দিন।
ব্যস। আজকের মতো কাজ এখানেই শেষ। আবার আগামি পর্বে দেখা হবে।
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, ধন্যবাদ।