Site icon Trickbd.com

“দক্ষ জাভা ইউজার হতে চান?” জাভা ইউজারদের জন্য ফাইনাল পোস্ট সিরিজ। পর্ব ২।

Unnamed

প্রতিদিনের মতো আজকেও ট্রিকবিডি তে স্বাগতম জানিয়ে আমার জাভা ইউজার দের নিয়ে করা হয় না পোস্টের দ্বিতীয় পর্ব।। আশা করি আজকের পর্ব টা আপনাদের খুবই হেল্পফুল হবে।

গত পর্বে আমি আপনাদেরকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকের পর্ব টা সেই প্রতিশ্রুতি গুলো নিভানোর কাজে লাগাবো।

?::আজকের পর্বে যা যা থাকছে::

✓ জাভা ফোন দিয়ে ভিডিও স্ট্রিমিং করা।*

✓ সোশ্যাল জগতে জাভার অবদান।

✓ জাভা এবং জাভা সহ অন্যান্য যে কোন কিপ্যাড ফোন এ ফাইল হাইড করা।।

•আজকের পর্বে আমরা বেশ কিছু অসাধারণ ট্রিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উত্তেজনা অনুভব করছেন? নাকি ভাবছেন আমি মিথ্যা বলছি? যাই ভাবুন আজকের পোষ্টটা কিন্তু আপনাদের জন্য বিশেষ করে জাভা ইউজারদের খুবই কার্যকরী।।

আর কথা না বাড়িয়ে আমাদের সেকশন নিয়ে আলোচনা করা শুরু করি।

:::::::? এই সেকশনে আমি আপনাদের শেখাব কিভাবে জাভা ফোন দিয়ে অনলাইন ভিডিও স্ট্রিমিং করবেন। অনেকেই হয়তো এই ট্রিক্সটা জানেন না।
যাইহোক জানা বা না জানা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাইছি না কারণ আমাদের এখানে আসার উদ্দেশ্য সকলের একটাই সেটা হলো কিছু শেখা।
প্রথমেই বলে রাখি আপনি শুধু ইউটিউব এর ভিডিও গুলোই স্ট্রিমিং করতে পারবেন এছাড়া অন্যান্য ওয়েবসাইটের কোনো ভিডিও স্ট্রিমিং করতে পারবেন না। আপনি কি ভাবছেন আমি জাভার ইউটিউব সফটওয়্যার কথা বলছি?? – না। আসলে ইউটিউব এর অফিশিয়াল জাভা সফট্ওয়ারে নেই। তাই ওই ফালতু বিষয়ে আমরা আগাবো না।
আপনি যে সফটওয়্যারটি ভিডিও স্ট্রিমিং করতে পারবেন তার নাম হলো “ভু ক্লিপ” । অনেকেই হয়তো vuclip.com এর কথা স্মরণ করছেন। হ্যাঁ আমি সেই ভু ক্লিপ এর কথাই বলছি। এই অ্যাপটি জাভা প্ল্যাটফর্মের জন্য অফিশিয়ালি তৈরি করেছেন ভু ক্লিপ।
নিচে আপনার কাঙ্খিত ডাউনলোড লিংক দেয়া হল-
Size: under 500KB.
Link 1

Link 2

প্রথম লিংকটা ভু ক্লিপ এর অল্ড ভার্শন. তবে আপনি প্রথম লিংকটা থেকে ডাউনলোড করার পর ওপেন করার পর আপডেট ভার্সন পেয়ে যাবেন। যেটা সবচাইতে ভালো বলে আমি মনে করি।
দ্বিতীয় লিংকটা ভু ক্লিপ এর লেটেস্ট ভার্সন কিন্তু সকল ফোনে সমানভাবে কাজ করে না। লেগ করার সম্ভাবনা বেশি থাকে।

এই সফটওয়ারটিতে যা যা সুবিধা-অসুবিধা থাকছে এবং এটি কিভাবে কাজ করে:
১. এটি ইউটিউব এর সকল ভিডিও এ আপনাকে দেখাবে এবং এর মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিও গুলো।
২. যদি আপনি ভিডিও গুলো অনলাইন স্ট্রিমিং করেন তবে ভিডিও গুলো আপনি আপনি ডাউনলোড হয়। আর এভাবেই সফটওয়্যার টি কাজ করে যতটুকু ডাউনলোড হয় ততটুকুই আপনাকে দেখায়। আর পুরো ভিডিওটা ডাউনলোড না হওয়া পর্যন্ত পুরো ভিডিও দেখা যায় না। কিভাবে অনলাইন স্ট্রিমিং টা চলে। এটা অনেকের কাছে অসুবিধাও মনে হতে পারে। কিন্তু আপনার ভাবা উচিত এজন্যই জাভা একই প্ল্যাটফর্মের বিভিন্ন কোয়ালিটির ফোন বের হয়।
৩. নোকিয়া ফোনে স্মুথলি সফটওয়্যার টা চলবে। তবে যেহেতু প্রায় জাভা ফোনেই টুজি, তাই ভিডিওটি থেমে থেমে চলবে।

সফটওয়্যারটির কিছু স্ক্রিনশট নিচে দেয়া হল:

:::::::? এই সেকশনে আমরা আলোচনা করব সোশ্যাল জগতে জাভার অবদান নিয়ে। আর সাথে কয়েকটি অফিশিয়াল সোশ্যাল সফটওয়্যার এর ডাউনলোড লিংক সহ রিভিউজ দেয়া হবে।

প্রথমেই বলে রাখি যে যে সফটওয়্যার জাভা সোশ্যাল এ পাবেন তা হল :
Facebook- ফেসবুকের লেটেস্ট ভার্সন টি হল 3.4 । এই ভার্সন এর মাধ্যমে আপনি ফটো এবং ভিডিও আপলোড সহ অ্যান্ড্রয়েড ফেসবুক লাইট এর সকল ফিচার পাবেন। কিন্তু দুঃখের বিষয় হল এই ভার্সনটি হঠাৎ কিছু কিছু ফোনে কাজ করে না। যেমন আইটেল এর it5230 মডেলে এই ভার্শন কাজ করে না। তবে যে যে ফোনে এই ভাষণটি কাজ করবে না তাদের জন্য রয়েছে ভার্শন 3.3u । এই ভার্সনটি সকল যাওয়া ফোনে সঠিকভাবে কাজ করে। নিচে দুইটা ভার্সন এর লিংক দিলাম যার যেটা খুশি ডাউনলোড করে নিন;
Link 3.4
Link 3.3

Twitter- মোটামুটি ভাবে যাবার প্রায় সকল ফোনে এই সফটওয়্যার টি কাজ করবে। এই সফটওয়্যার দিয়ে ফটো শেয়ার সহ টুইটার লাইট এর সকল কাজ করতে পারবেন। কিন্তু বলে রাখি এই সফটওয়ারটা অফিশিয়াল। তবে হুবহু অফিশিয়াল এর মতই কাজ করে না, যেমনটা অ্যান্ড্রয়েড দেখা যায়। নিচের ডাউনলোড লিংক দেয়া হল;
Link

MigMe- অনেকেই হয়তো Mig অথবা Mig33 নামে এই সোশ্যাল সার্ভিসটি কে চেনেন। এই সোশ্যাল সার্ভিস টা আমার খুবই জনপ্রিয় সার্ভিস কারণ এখানে বিভিন্ন extra-ordinary ফিসার পাওয়া যায়। এর যে জাভা অ্যাপ রয়েছে এটি সকল ফোনে কাজ করবে সাথে থাকবে ফটো আপলোডিং সুবিধা। আর এটি হলো অফিশিয়াল সফটওয়্যার। নিচের ডাউনলোড লিংক:
Link

VK- অনেকেই হয়তো এই সোশ্যাল সার্ভিস টাকে “ভী ক্লায়েন্ট” নামে চিনে থাকবেন। এটাও ফেসবুকের মতোই দেখতে এবং প্রায় একই রকম কার্যক্ষমতা সম্পন্ন ওয়েবসাইট। ওয়েবসাইট ডিজাইন অনেক সুন্দর এবং এর অ্যাপ ভার্শন থেকে অল্ড ভার্শন টাই বেশি ভালো চলে। এর ওয়েব টি হল http://www.vk.com/ . আমি রে কমেন্ট করি জাভা ফোন দিয়ে ওয়েবসাইট টা ভিজিট করাই বেশি ভালো হবে তবুও আমি অ্যাপ দিয়ে দিলাম। নিচের ডাউনলোড লিংক:
Link

Galaxy Chat- এটা অসাধারণ একটি চ্যাটিং অ্যাপ, এর মাধ্যমে আপনাকে নিয়ে যা হবে ইউনিভার্সাল সিস্টেমে। যেখানে আপনি আপনার যে এভাটার সৃষ্টি করবেন সেটা কে একটি ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন হিসেবে বিবেচনা করা হবে। আর ইলিনের সাথে এলিয়েনের চ্যাট চ্যাট এভাবেই কাজ করে। আশা করি এই অ্যাপটিতে আপনি অনেক বিনোদন পাবেন এবং এটা খুব অ্যাডিকটিভ। নিচের ডাউনলোড লিংক দেয়া হলো:

Link

এ ছাড়াও আরও বেশ কয়েকটি সোসাল সার্ভিস যাবার জন্য রয়েছে কিন্তু সেগুলো দিয়ে আমি আজকের পর্ব টা কে অতিরিক্ত বড় করে ফেলতে চাইছে না আর আমার হাতে তেমন সময় নেই। তাই অনুগ্রহ করে আপনাদের যদি অন্য কোন সোসাল সার্ভিস এর প্রয়োজন হয় আমাকে একটু কাইন্ডলি মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি পাঠিয়ে দেব।

:::::::;? এই সেকশনে আমরা ফাইল হাইড করা শিখব। ফাইল হাইড এর আমার জানা মতে তিনটা ট্রিক্স রয়েছে। এই তিনটা ট্রিক্স এর মধ্যে প্রথম টা যে কোন ফোনে অর্থাৎ যে কোন বাটন ফোনে কাজ করবে। দ্বিতীয় ট্রিক্সটা শুধু সিম্ফোনি, নোকিয়া, এলজি, স্যামসাং, সনি এরিকসন এবং ব্ল্যাকবেরি ফোনে কাজ করবে। আর তিন নম্বর ট্রিক টা যে কোন জাভা ফোনে কাজ করবে।। চোখ বুলিয়ে দেখে নিন:

১. এই ট্রিক্স টা মোটামুটি ভাবে সবাই জানেন। এটা হল যে ফাইল হাইড করতে চান সেটি একটি ফোল্ডারে রাখুন এবং ফোল্ডার এর নাম 250 বা তার চেয়ে বেশী কী ওয়ার্ড ব্যবহার করুন। তাহলে দেখবেন ফোল্ডার টির মধ্যে কোন ফাইল নেই, লুকায়িত হয়ে গেছে। পরে আবার রিনেম করে নাম ছোট করে দিল, আপনার ফাইল ফিরে পাবেন।।

২. এই ট্রিকটাও মোটামুটি ভাবে সবাই জানেন। এটি হলো সফটওয়্যার দিয়ে ফাইল হাইড করা। সফটওয়্যারটির সাইজ হল 50 কিলোবাইট এর মধ্যে। শুধু অসুবিধা এটি সব ধরনের জাভা ফোনে কাজ করে না।

৩. এই পয়েন্টটা মোটামুটি ভাবে একটু জটিল লাগতে পারে। তবে নিচের পদক্ষেপ গুলো ফলো করলে আপনি সহজেই করে ফেলতে পারবেন।
এর পূর্বে আপনাকে জানতে হবে যে জাভা ফোনে কিছু কিছু ফোল্ডার ডিফল্ট ভাবে হাইট করা থাকে। যেমন কারো কারো ফোনে হাইড করা থাকে @ দিয়ে লেখা কোন ফোল্ডার, আবার কারো কারো ফোনে হাইড করা থাকে java ফোল্ডার । তো আপনি যেটা করবেন সেটা হল প্রথমে ব্লু-এফটিপি ওপেন করুন। আশা করি এই সফটওয়্যার টি সকলের কাছে আছে।। না থাকলে আমার গত পর্ব থেকে ডাউনলোড করে নিন।
ধরুন আপনার ফোনের @wache ফোল্ডারটি লুকায়িত আছে অর্থাৎ আপনি এই ফোল্ডারটি ব্লুয়ে ftp.jar ঢুকে দেখতে পারছেন কিন্তু ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়ে দেখতে পারছেন না। তাহলে বুঝবেন এটি হাইড করা। এখন আপনি যে ফাইলটি হাইড করতে চান তার নাম মনে রাখুন। এরপর ব্লু এফটিভি তে প্রবেশ করে ফাইলটি move করে @wache ফোল্ডারটিতে রাখুন। এরপর আপনার ডিফল্ট ফাইল ম্যানেজার যে প্রবেশ করে দেখুন ফাইলটি নেই এবং ফোল্ডার টি ও।
আশা করি সকলে বুঝতে পেরেছি। না পারলে পুনরায় পড়ুন।।

আজ এ পর্যন্তই বেঁচে থাকলে দেখা হবে আবার আগামী পর্বে।

ধন্যবাদ সকলকে।।

Exit mobile version