Site icon Trickbd.com

[HOT~JAVA]জাভা ফোনে নিয়ে নিন চারটি স্ক্রিনশট নেয়ার ব্রাউজার । সকল ফোনে স্ক্রিনশট নেয়া যায় প্রমানসহ ।।।

Unnamed

Assalamu alaikum
আশা করি সবাই ভালো আছেন ।বরাবরের মতো আমি আবার আজকে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম ।

আজকের টপিক:

জাভা স্ক্রিনশট ব্রাউজার ।
অনেক জাভা ইউজার আছে যাদের নোকিয়া ফোন নেই আর যতদুর দেখা যায় পোষ্টের টাইটেলে শুধু নোকিয়া ইউজারের কথা উল্লেখ করা থাকে । কিন্তু বর্তমানে বেশিরভাগই আইটেল নামের জাভা ফোনগুলো ব্যবহার করে ।কিন্তু তারা কই যাবে ? তারা কি তাদের ফোনে স্ক্রিনশট নিতে পারবে না !
উত্তর : পারবে । শুধু আইটেল না যেকোনো জাভা ফোনে আমার দেয়া এ্যাপগুলো দিয়ে এইচডি অর্থাৎ একদম ক্লিয়ার এবং অতি সহজেই স্ক্রিনশট নিতে পারবে ।
নিচে চারটি এ্যাপ দেয়া হলো ।।

1/FaceBook Lite


>>download

এই এ্যাপের মাধ্যমে শুধু ফেসবুকের স্ক্রিনশট নিতে পারবেন । এই এ্যাপটি থেকে স্ক্রিনশট নিতে ফোনের কল বাটন চাপ দিন তাহলে আপনার মেমরিতে প্রবেশ করা মাত্র স্ক্রিনশটগুলো দেখতে পারবেন ।

যদি স্ক্রিনশট সেভ না হয়:


তাহলে * বাটন চাপ দিন সেভ লোকেশন দিন । অর্থাৎ সব লেখা মুছে নিচের মত করে দিবেন ।
e:///TFCard/

opera mini


>>download
এই এ্যাপটিতে একটু কাজ করতে হয় তো কি কাজ করতে হয় তা নিচে স্ক্রিনশটগুলো অনুসরন করুন ।

follow screenshot


press menu key>tools>settings>navigation

একটু নিচে নামলে edit অপশন দেখতে পারবেন ।এখানে ক্লিক করুন ।

একটু নিচে নামলে screenshot/empty দেখতে পারবেন । তো ওখানে ক্লিক করবেন তারপর 0 দিবেন তারপর ok ক্লিক করবেন ।তখন নিচের মতো দেখা যাবে ।এখন সেভ করে দিবেন ।

সেভ করার পর যে পেজটা স্ক্রিনশট নিতে চান সেই পেইজে গিয়ে 0 ক্লিক করবেন তখন ফোল্ডার লোকেশন চাইবে ফোল্ডার লোকেশন দিলেই স্ক্রিনশট হয়ে যাবে । ১ম বার কাজ করবে না তাই সেটিংস করার পর লাল বোতামে ক্লিক করে কেটে দিয়ে আবার প্রবেশ করবেন । তাহলে স্ক্রিনশট নিতে পারবেন ।এই সেটিংস এরর স্ক্রিনশটগুলো এই এ্যাপ দিয়েই তোলা
[কিছু স্ক্রিনশট]


UC Browser


>>download
কিছুই করতে হবে না শুধু এ্যাপে প্রবেশ করে কল বোতাম চাপ দিলেই স্ক্রিনশট হয়ে যাবে ।

Opera Mini RED for all phone


>>download
এর কোনো সেটিংস করতে হবে না ।শুধু কল বোতাম চাপ দিলেই স্ক্রিনশট হয়ে যাবে । এই এ্যাপটি যেকোনো জাভা ফোনে সাপোর্ট করবে ।

এই এ্যাপগুলো দিয়ে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন । স্ক্রিনশট নিতে ফোনের কল বাটন চাপ দিয়ে ধরলেই ষ্ক্রিনশট হয়ে যাবে
some app are modified by HQ_Shakib/me

নিত্য নতুন টেকনোলোজি টিপস এন্ড ট্রিক পেতে আমাদের এই সাইট ভিজিট করুন ।
our site:Tipsnow24
TIPSNOW24