Site icon Trickbd.com

[Hot] ‘না দেখলে’ অনেক মিস করতে পারেন,,, “জাভাতে কম্পিউটারের মতো বিভিন্ন কালারে লেখালেখি,টেবিল তৈরি এবং চিত্রাঙ্কন করুন একটি মাত্র এপস দিয়ে”।

Unnamed

“আসসালামু আলাইকুম”

জাভা অ্যাপ নিয়ে আমার আজকের পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ,,,,

আজকের বিষয়,

আজকে আমি আপনাদেরকে এমন একটি জাভা অ্যাপ উপহার দিব যেটা দিয়ে আপনারা কম্পিউটারের মতো বিভিন্ন কালারে লেখালেখি, টেবিল তৈরি করা, চিত্রাঙ্কান করা এবং এতে রং করতে পারবেন।

কার্যপদ্ধতিঃ
* প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন —
* Click Here For Download

টেবিল তৈরিঃ অ্যাপটি ইনিস্টল করে চালু করুন টেবিল তৈরি করার জন্য Ok বাটন টিপে Left-Right, Up-Down Key টিপে ইচ্ছামতো টেবিল / লাইন তৈরি করুন ।
টেক্সট তৈরিঃ লেখালেখি করার জন্য (3) টিপে T করে দিয়ে Ok/5 টিপে লেখা তৈরি করে Ok দিয়ে টেক্সট এড করুন।

কালার চেন্জঃ লাইন, টেক্সট এর কালার করতে বা রং চেন্জ করতে (1) টিপে ইচ্ছামতো কালার করুন।

বৃও তৈরিঃ বৃও তৈরি করার জন্য 3 টিপে ( ০ ) এটা করে দিন।
# লাইন, টেক্সট ছোট-বড়, ব্লড করার জন্য 2 ব্যাবহার করুন।
** মেমরিতে সংরক্ষন পদ্ধতিঃ আপনার তৈরি করা চিত্র বা টেক্সট Save করে রাখার মতো কোন এই অ্যাপে অপশন না থাকায় *আমি এই অ্যাপে ScreenShot অ্যাড করে দিয়েছি যার মাধ্যমে আপনরা কল বাটন টিপে তৈরিকৃত চিএ বা টেক্সট এর স্ক্রিনসুট নিয়ে মেমরিতে পিকচার হিসাবে সেভ করতে পারবেন। *তৈরিকৃত চিত্র বা টেক্সট ইমেলে ও পাঠাতে পারবেন। **
# নিচে কিছু Screenshot দেখুন —



**বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান *অথবা ফেসবুকে তো আমি আছি,,
* My Fb Id Link
#পোষ্টটি ভালো লাগলে অবশ্যই ১ টি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

*** ফেসবুকে আমাদের একটি জাভা নিয়ে গ্রুপ আছে যেখানে যেকোন সমস্যার সলভ করা হয় এবং একে অপরকে সাহায্য করা হয় *তাই প্রত্যেক জাভা ইউজার এখানে জয়েন করুন। *এর লিংক —
* Fb Group For Java

* Free Fb Group Link

** খোদা হাফেজ **