Site icon Trickbd.com

আজ আমি জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম ১ টি গেমের রিভিউ। যা খেললে এই গেমটি একটা নেশা হয়ে যাবে।

Unnamed

————
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আমিও ভাল আছি।
Hello! ট্রিক বিডির ভিজিটররা….. আমার আজকের পোষ্টে
আপনাদের সকলকে স্বাগতম ,,,
আজকের বিষয়,
আজকে আমি আপনাদের সামনে জাভার জন্য নিয়ে এলাম অসাধারণ ১ টি গেম।
game name:supermam vs batman
আপনার হয়ত দেখেছেন যে,এন্ড্রয়েডে অনেক সুন্দর গেম খেলা যায়।কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও এন্ড্রয়েডের গেম ত আর জাভাতে সাপোর্ট করাতে পারি না।
তাই না?
আচ্ছা,নিচ থেকে গেমের সম্পর্কে আমার মন্তব্য দেখে নিন। superman vs batman.
এটি একটি খুব মজার গেম।
গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স আমার কাছে অসাধারণ লেগেছে।
আপনি যখন গেমটি ইন্সটল করে ঢুকবেন,তখন আপনাকে বাছাই করতে হবে যে,আপনি কাকে নিয়ে খেলবেন?
আপনার পছন্দ মত superman এবং batman এর মধ্যে যে কাউকে সিলেক্ট করতে পারেন।
তবে একটা কথা আপনি যাকেই সিলেক্ট করুন না কেন?
আপনাকে কিন্তু দুটি ম্যান নিয়েই খেলতে হবে।
ধরুন আপনি প্রথমে batman কে সিলেক্ট করে খেললেন,তাহলে ২য় লেভেলে superman কে নিয়ে খেলতে হবে।আর যদি আপনি ১ম লেভেলে superman কে নিয়ে খেলেন,তাহলে ২য় লেভেলে batman কে নিয়ে খেলতে হবে।
এভাবে পর্যায়ক্রমে আপনাকে ১৬ লেভেল পর্যন্ত খেলতে হবে।
কারন ১৬ নাম্বার লেভেলেই আপনার গেমের the end হবে।
ধরুন আপনি batman কে নিয়ে খেলবেন, তাহলে যেভাবে খেলতে হবে…
প্রথমত:-১ বাটনে যদি ক্লিক করেন তাহলে একসাথে batman তিনটি চক্র দিয়ে শত্রুর উপর আক্রমণ করবে।
————
২য় ত:-ব্যাট ম্যান কিন্তু উড়তে পারে না।তাই আপনি যদি উপরের দিকে যেতে চান তানলে আপনাকে মোবাইলের ২ নাম্বার বাটনে ক্লিক করতে হবে।
———–
৩য় ত:-আপনি যদি মোবাইলের ৩ নাম্বার বাটনে ক্লিক করেন,তাহলে batman শত্রুদের উপর বোমা নিক্ষেপ করবে।

৪র্থ ত:-আপনি কয়েকটি লেভেল খেলার পর যখন দেখবেন যে,আপনি শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না, তখন আপনি 0 বাটনে চাপ দিয়ে superman এর সাহায্য নিতে পারবেন।
————-
এবার আসি superman কে নিয়ে।
superman এর ক্ষেত্রে একই রকম।
শুধু একশন এর ধরণটা অন্যরকম।
চলুন দেখি কি রকম?
প্রথমত:-আপনি যদি ১ নাম্বার বাটনে ক্লিক করেন তাহলে superman তার চোখ থেকে লেজার রশ্মি বের করে শত্রুদের উপর আঘাত করবে।এতে শত্রুদের লাইফ তাড়াতাড়ি কমে যাবে।
২য় ত:-আমরা সবাই জানি যে,superman উড়তে পারে।তাই আপনি যদি ২ নাম্বার বাটনে ক্লিক করেন,তাহলে superman উপরের দিকে উড়ে যাবে।কিন্তু আপনি যদি একসাথে ২ টি ক্লিক করেন তাহলে আপনার মাথার উপরে যদি কোনো শত্রু থাকে তাকে আঘাত করতে পারবেন।
৩য় ত:-আপনি যদি ৩ বাটনে ক্লিক করেন তাহলে superman তার চোখ থেকে বরফের রশ্মি দিয়ে শত্রুদের উপর আঘাত করবে।এবং শত্রুদের কিছুক্ষনের জন্য বরফে জমিয়ে রাখবে।এর মধ্যে আপনার শত্রুর উপর যত আঘাত করার করে নিন।
৪ র্থ ত:-আপনি যদি ৪/৫ যেকোনো একটা বাটনটে ডাবল ক্লিক করলে শত্রু উপর মারাত্মক একটি ঘুষি দিবে।এরকম ভাবে এই ঘুষিটা যদি শত্রুর উপর ৪/৫ টা মারতে পারেন, তাহলে সেই শত্রুর লাইফ শেষ হয়ে যাবে।batman এর ক্ষেত্রেও ৪/৫ বাটনে ডাবল ক্লিক করলে একই রকম ঘুষি দিবে।
অনেক কথা বলে ফেললাম। এবার আপনি গেমটি খেলে দেখুন।
এখান থেকে গেমটি ডাউনলোড করে নিন।download
গেমের স্ক্রিনশট।









একটা কথা ত বলতেই ভূলে গেছি।
আপনারা কখনো সবুজ লেজার রশ্মির কাছে যাবেন না।
———-
আমি জানি না আমার রিভিউটি কেমন হয়েছে।
আমার কেন জানি মনে হচ্ছে ভাল করে রিভিউ দিতে পারিনি।
এখন ত আপনারাই বিবেচনা করবেন যে রিভিউটি হয়েছে কি না?
ভাল হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন।
যারা গেমটি খেলেছেন,তাদের কাছে জানতে চাইব যে,গেমটি কেমন লেগেছে?আশা করি সবাই উত্তর দিবেন।আর যারা খেলেননি তারা গেমটি খেলে কিন্তু কমেন্ট করে যাবেন।আপনাদের জন্য বাদ্যতামূলক।না হলে কিন্তু দাবী থাকব।???
———
আর ট্রিক বিডিতে কিছু নিচ জাতির কন্ট্রিবিউটর আছে।
তাদের কমেন্ট দেখে আমার মত বিনোদন নিতে থাকুন।???
আমার পোস্টের কোনো অংশ দেখে যদি কারো জ্বলে,হ্যা তাহলে মনে করবেন ঐ অংশটি আপনার জন্যেই ছিল।??
——–
আর আমিই বা বাদ যাই কেন?
আমি মজা করতে প্রচুর ভালবাসি।
চলুন আমিও আপনাদের একটু বিনোদন দিই।তার জন্য নিচের লেখাটি পড়ুন।????
…..……
– সিঙ্গেল বেকার ছেলেদের দেখলে কাক ও
মনেমনে বলে??
– এদের সামনে গলা ফাটাইয়া কাঁ-কাঁ কইরা লাভ নাই??
– এরা অভাগা গরীব?
(যেমন:-আমি)
ধন্যবাদ……………
পোস্টটি কেমন লাগল অবশ্যই জানাবেন কিন্তু।
অনেক কষ্ট করে লিখেছি।
যদি বেয়াদবি করে থাকি, তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।
———
আর অথর ভাইদের আমি একটা ট্রিক শেখাতে চাই।
অথর ভাইদের জন্য ভাল হবে।
তাই আপনাদের অনুরোধ করব যে,আপনাদের আইডির লিংক অবশ্যই কমেন্ট করবেন।
আমি আপনাদের ইনবক্স করব।
১০০% উপকার হবে।