Site icon Trickbd.com

[Super Hot] এখন জাভাতে খেলুন অ্যান্ড্রয়েড মোবাইলের ড্রাইভিং গেম এর মতো একটি গেম। “না দেখলে পরে পস্তাবেন”।

Unnamed

“বিসমিল্লাহির রহমানির রহিম”
“আসসালামু আলাইকুম”

Hello! Friends, আমার আজকের পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি,,,,

তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। *আমি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি।

আজকের টপিক,

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জাভার জন্য অসাধারন একটি অ্যান্ড্রয়েড মোবাইলের ড্রাইভিং গেম এর মতো একটি গেম এর রিভিও নিয়ে। যেটি সকল জাভা ফোনে সাপর্ট করবে।
.
.
টপিক সম্পর্কে কিছু কথাঃ

আমার খেলা প্রিয় গেম গুলোর মধ্যে এই গেমটি অন্যতম। আমাকে এই গেমটি খুবই ভালো লাগে। গেমটির গ্রাফিক্স এবং সাউন্ড খুবই ভালো। গেমটি অ্যান্ড্রয়েড মোবাইলের ড্রাইভিং গেম এর মতো। আপনারা গেমটি আনলিমিটেড এবং চ্যালেন্জ নিয়েও খেলতে পারবেন। গেমটিতে চ্যালেন্জ অর্থাৎ লেভেল রয়েছে 24 টি। *গেমটির প্রায় অনেক লেভেলেই কয়েন সিস্টেম রয়েছে। *গেমটিতে খেলোয়ার অর্থাৎ আপনার নাম হবে Sam,, এবং আপনার একজন মাফিয়া মহিলা বস থাকবে। যিনি আপনাকে বিভিন্ন রকমের চ্যালেন্জ দিবে এবং আপনাকে তা কম্পিলিট করতে হবে। *গেমটি একটু কঠিন কারন, গেমটিতে আপনাকে সবসময় একটি পুলিশের গাড়ি তাড়া করবে এবং আপনার গাড়িকে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে শেষ করার চেষ্টা করবে। *গাড়ির স্পিড বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে স্পিড খেতে হবে। *গেমটি এতটাই ভালো যে আপনারা খেললেই তা বুঝতে পারবেন।*আমি গেমটির ২০ লেভেল পর্যন্ত খেলেছি। *গেমটি সকল জাভা ফোনে সাপর্ট করবে কারণ, আমি নিজে itel 5231 মোবাইল ব্যাবহার করি।
.

#Game Name : Mafia Driver
#Screen Size : 240×320
#File Type : jar
#Game Size : 520 Kb
#Vendor : Softgame
.
* গেমটির নিচে কিছু স্ক্রিনসুট দেখে নিন —




** ভালো লাগলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন —
* Click Here For Download
**পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।

#জাভার জন্য ফেসবুকে আমি একটি নতুন পেজ খুলেছি, সেখানে সব রকমের হেল্প করার চেষ্টা করবো। *তাই আপনারা পেজটিতে সবাই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন —
Fb Page For Java

*জাভার জন্য সকল প্রকার গেমস্ অ্যান্ড অ্যাপস্ , ইবুক, ওয়াপকিজ কোড, টেক্সট বুক পেতে আমার এই ছোট্র ওয়েব সাইট টি ভিজিট করুন —
Javaappstore.wapkiz.com

**আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন।

,,,,আল্লাহ্ হাফেজ,,,,,