Site icon Trickbd.com

Java ইউজারদের Facebook Lite অ্যাপসের সমস্যার সমাধান নিয়ে নিন।

Unnamed

Assalamualikum সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন। Alhamdulillah আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আজকে আমি আলোচনা করবো জাবা ফেসবুক অ্যাপস সম্পর্কে। হঠাৎ করেই জাবা ফেসবুক অ্যাপস সমস্যা দেখা দেয়।যখন আমি গ্রুপে প্রথম দেখলাম তখনি হতবম্ব হয়ে গেলাম। আমার নকিয়া ফোনে দেখলাম আমারো একই অবস্হা। আমাদের ফেসবুক গ্রুপে এটা নিয়ে অনেক পোষ্ট হয়েছে। অনেকে ট্রিকবিডিতে পোষ্ট দিতে বলছে তাই পোষ্টি করলাম। গ্রুপে এটা নিয়ে পোষ্ট আছে। তাই করতে চাইছিলামনা।

এখন জেনে নেই এই সমস্যাটা কেন হয়েছে।

  • ফেসবুক কর্তৃপক্ষ আমাদের জাবা ফেসবুক অ্যাপস ডিজেবল করে দিয়েছে যাতে করে এই অ্যাপস থেকে আর ফেসবুক একাউন্ট লগইন করতে না পারে।
  • জাবা ফেসবুক অ্যাপস সবাই বেশি বেশি ব্যবহার করার কারনে ফেসবুক বুঝে গিয়েছে যে এই অ্যাপস থেকে ফেসবুক লগইন হচ্ছে। এই অ্যাপস থেকে লগইন করলে ফেসবুক আমাদের লোকেশন জাতে পারছেনা
  • আগে যখন আমরা Operamini দিয়ে ফেসবুক লগইন করতাম তখন আমাদের ফেসবুক অ্যাপস ব্যবহার করার কথা বলতো। নিউজফিডের নিচে গেলে সেখানে মোবাইল অনুযায়ী ফেসবুক অ্যাপস দেওয়া থাকতো এখন কিন্তু সেটা নেই।
  • এখনতো ফেসবুক কর্তৃপক্ষ আমাদের ফেসবুক অ্যাপস ব্যবহার করতে দিবেনা কেমনে ব্যবহার করবো। ছোট্ট একটি ট্রিকস ব্যবহার করতে হবে। আমি অনেক বার Nokia ফোনে চেষ্টা করছি হয়নি।

    কিন্তুু Itel ফোনে হয়েছে। Itel ব্যবহারকারীরা যেভাবে ব্যবহার করবেন।

    অ্যাপসটি ডাউনলোড করে নিন
    Click Here To Dawnload
    ডাউনলোড করার পর দেখবেন আপনার ফোনে ভাইরাস হয়ে গেছে। এখন আপনি Moby Explorer.jar এই অ্যাপস দিয়ে Rename করে EXT কেটে _jar করবেন তারপর Moby Explorer থেকে বের হয়ে আসবেন। তারপর ফোনের Memory Card এ যাবেন এবং সেই অ্যাপসটি Remane করে .jar করে দিবেন।
    তারপর install দিয়ে open করবেন। Open করার কিছুক্ষন পর দেখবেন এই রকম আসবে।

    এখন আপনি ফোনের * বাটন চাপ দিবেন দেখবেন মাউস চলে এসেছে এখন Go To Site এর উপর ক্লিক করবেন দেখবেন Log In করার ফর্ম চলে এসেছে। এখন আপনি Namber Password দিয়ে Log in করবেন।

    ফেসবুক ব্যবহার করার পর বের হয়ে আসার সময় Log Out করে বের হবেন।

    এভাবেই Itel ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপস ব্যবহার করতে পারবেন।।

    অন্য জাবা ফোন ব্যবহারকারীরা এই নিয়ম টাই করে দেখতে পারেন।

    এছাড়া আর কোন উপায় নেই। আর আমি যদি আরো ভালো ট্রিক খুঁজে পাই ইনশাআল্লাহ ট্রিকবিডিতে শেয়ার করবো।অনেকের মন খারাপ অ্যাপস দিয়ে ফেসবুক চালাতে পারছেনা। আসলে কিছু করার নাই আমারো মন খারাপ। তো আজকে এই পর্যন্তই।

    ??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??

    ?পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ❤