Site icon Trickbd.com

Java Phone দিয়ে .txt File তৈরি করুন এবং লেখা বা কোড সংরক্ষণ করুন [ সম্পূর্ণ টিউটরিয়াল ]

Unnamed

আসসালামু আলাইকুম ।

কি খবর ব্লগারবিডি বাসি ?
আশা করি ভালো ।
আমিও ভালো আছি কারণ আপনাদের ব্লগারবিডি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে আপনাদের ভূমিকা অতুলনীয় ।

থাক আর কথা না বলি ,,

আজকে আমি শিখাবো এবং দেখাবো যে কিভাবে .txt file তৈরি করতে হয় এবং সেই ফাইল এ কোড সেভ করে রাখতে হয় ।

এই জন্য আমাদের একটা অপেরা মিনি লাগবে ।
আশা করি Opera Nini 4.2.1 Mod সবাই ব্যবহার করেন আর না করে থাকলে Google.Com থেকে ডাউনলোড করে নিবেন ।

এবার মূল কাজে আসি ।
প্রথমে অপেরা টি Open করুন আর নিচের মত যান ।

নিচের মত আসবে ।
মেমোরি কার্ডে যান ।

এবার নিচের মত যে কোনো নামের ফোল্ডার তৈরি করে সেটাতে যান ।

এখন নিচের মত যান ।

এখন সাদা পেজ আসবে একটা , সেখানে আমাদের ফাইলের নাম লিখতে হবে । যেমনঃ BloggerBD.Xyz.txt
ফাইলের নামের শেষে .txt যোগ করে দিতে হবে । এবার Save করে ২-৩ বার পারমিশন চাইবে , সেটা দিতে হবে ।

তাহলে নিচের মত ফাইল তৈরি হবে ।

এইতো ফাইল তৈরির কাজ শেষ । এবার আমরা দেখবো যে কিভাবে এই ফাইলে কোড বা লেখা সেভ করে রাখবো ।

এবার নিচের মত করে যান ।

একটা সাদা পেজ আসবে । মেনু থেকে নিচের মত করে যান ।

এবার আপনার কোড বা লেখা পেস্ট বা লিখে Ok করুন ।

নিচের মত হবে ।

এখন Save এ চাপলে ৩-৪ বার পারমিশন চাইবে সেটা দিলে Save হয়ে যাবে ।

আশা করি সবাই সফলভাবে এখন .txt file তৈরি করা শিখে গেছেন ।

আর আমাদের সাইট হতে একটুও যদি উপকৃত হণ তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না ।

Thank You . Stay With BloggerBD.Xyz