আসসালামু আলাইকুম
Topic:
আজকে আপনাদের শেখাব আপনি যেভাবে আপনার জাভা মোবাইলে বিল্ড ইন ভাবে থাকা ওপেরা মিনি ওপেন করলেই আপনার ছবি প্রথমে ভাসবে।
তো আর কথা না বাড়িয়ে সরাসরি পোষ্টে চলে যাই
Post:
তো এই কাজটি করতে হলে আপনার ওপেরা মিনি মোড ৪.২০ অথবা ওপেরা মিনি মোড ৪.২১ হলে চলবে। আমার মনে হয় এটি সবার কাছে আছে। যদি, না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিবেন।
- এখন আপনার ফোনে একটি নতুন ফোল্ডার খুলুন। তারপর সেই ফোল্ডার আপনার ছবিটি বা যে ছবি দেখাতে চান ঐটি রাখুন। মনে রাখবেন, ছবিটি 220×270 পিক্সেলের মধ্যে হতে হবে।
- তারপর ওপেরা মিনি মোড 4.2 ওপেন করুন তারপর Menu>Go To>File Maneger তে ক্লিক করে ফাইল ম্যানেজারের মেমোরি কার্ডে যান। তারপর নিচে SS দেখানো মতো ফোল্ডারটি ওপেন করুন।
- এবার Mini ফোল্ডার টি ওপেন করুন।
- এবার সেখানে reksio.ini নামে একটি ফাইল দেখতে পারবেন ঐটাতে গিয়ে মেনুতে ক্লিক করেন। তারপর SS দেখেন।
- তারপর নিচে সস এ দেখানো মতো এরকম একটা পেজ দেখতে পারবেন।
- এখন আপনি মেনুতে ক্লিক করে নিচে দেখানো মতো জায়গাতে ক্লিক করুন।
- তারপর আমরা PngFile=p*?:spalas.png লেখাটিকে ইডিট করে ঠিক PngFile=E:/ফোল্ডারের নাম/ফাইলটির নাম দিয়ে সেভ করে দিবেন।
এখন আপনার ফোনের ওপেরা মিনি ওপেন করে দেখুন ছবিটি ভাসছে।
সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
এ পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় wiztrick.com
আমাদের সাইটে একটি পোস্ট করলে 10 থেকে 30 টাকা এবং অথর করা হয় ।তাই দেরি না করে আজই আমাদের সাইটে যুক্ত হন ।যদি আপনার লেখালেখি ব্যাপারে কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে তিন দিন ট্রেনিং দেওয়া হবে। তো আর দেরি কেন এখনি রেজিষ্ট্রেশন করুন ।
Our site : wiztrick.com