আসসালামুয়ালাইকুম
বর্তমানে এন্ড্রয়েড,অ্যাপল রাজত্ব চালালেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জাভা ব্যবহারকারীর সংখ্যাও কম নয় ।
তাই আমরা জাভা ব্যবহারকারীরাও এই স্মার্টফোনের মতো সেবা পেতে চাই, কিন্তু যা কখনোই যা কখনোই সম্ভব হয়ে উঠে না! কিন্তু আমি আজ যে অ্যাপ নিয়ে কথা বলছি, তা যদি আপনারা ব্যবহার করা শিখে যান, তাহলে বলতে গেলে স্মার্টফোন না, একদম কম্পিউটারের মতো সেবা পেতে পারবেন! তো বেশি কথা না বলে আগে কাজ দেখায়, নিচের ছবিগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন পেইন্টক্যাডের ক্ষমতা! হ্যাঁ অ্যাপটির নাম পেইন্টক্যাড (PaintCAD) ।
এটি সকল ফোনেই শতভাগ সাপোর্ট করবে । এবং আমি ধীরে ধীরে মৌলিক ব্যবহার পদ্ধতি থেকে মাধ্যমিক সব নিয়েই পোস্ট করব ।
সীমাবদ্ধতাঃ
এত ভালো খবর থাকলেও এখানে কিছু খারাপ খবরও আছে ।
এটা দিয়ে আপনি উচ্চ রেজুলিউশন এবং বেশি সাইজের ছবি এডিট করতে পারবেন না ।
তো যেভাবে ইউজ
করবেন :-
প্রথমে এ্যপটা ওপেন করবেন ।
তারপর লেফ্টসফ্ট কী ক্লিক করে ভাষা ইংরেজী সিলেক্ট করবেন ।
এরপর মেনু আসবে New , Open Bmp ,open Media File , Open?? ।
এবার নতুন ছবি আকতে নিউ সিলেক্ট করুন ।অথবা ফোনের ছবি এডিট করতে Open??
ক্লিক করে ব্রাউজ করে ফটো সিলেক্ট করুন।
এবার লেফ্ট সফ্ট কী তে ক্লিক করে ছবির আকার স্ক্রীনের আকারের সমান করে নিন ।
তাহলেই আপনি এডিটিং ফিল্ড পাবেন ।
* প্রেস করলে ইফেক্ট যেমন ব্লার , থ্রিডি , শ্যডো এইসব ইফেক্টের মেনু পাবেন ।
রাইট সফ্ট কী প্রেস করলে পেন সমূহের মেনু পাবেন।
# প্রেস করলে কপি পেস্ট এবং অন্যান্য মেনূ পাবেন।
আবার লেফ্ট সফ্ট কী প্রেস করে হাজারো কালার চয়েস করে নিতে পারবেন এডিট শেষে 0 প্রেস করে সেভ চয়েস করে সেভ করেন ।
সৌজন্যে:: wiztrick.com