Site icon Trickbd.com

জাভা ফোন দিয়েই ডাউনলোড করুন যেকোন ধরনের অডিও গান, কোন অ্যাপ ছাড়াই। একটি সিম্পল ট্রিক ব্যবহার করে। ( স্ক্রিনশট সহ) কেউ মিস করবেন না।

Unnamed

আসসালামু আলাইকুম”

আমার আজকের পোষ্টের শুরুতে সকলকে স্বাগতম জানাচ্ছি,,,

*আজ অনেক দিন পর Java এর ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তো আপনারা সকলে কেমন আছেন? *আশা করি ভালো আছেন। *আমি আলহামদুলিল্লা ভালো আছি।

আজকের বিষয়,

**আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জাভার জন্য
একটি ট্রিক নিয়ে।

**টপিক সম্পর্কে বিস্তারিত তথ্য ::,

জাভা এর জন্য অ্যান্ড্রয়েড ফোন এর মতো কোন অডিও গান ডাউনলোড করার কোন অ্যাপ নেই। তাই আমি আজকে দেখাবো কি করে জাভা ফোন দিয়ে অডিও গান ডাউনলোড করতে হয়। কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। এটি আপনার ফোনের অপেরা মিনি দিয়েই হবে। কথা না বাড়িয়ে নিচের স্ক্রীনশট গুলো ফলো করুন,,

১। আপনার ফোনের অপেরা মিনি তে প্রবেশ করুন

২। তারপর গুগল এ গিয়ে সার্চ করুন fushionbd।

৩। এখন নিচের লিংকের উপর ক্লিক করুন।

৪। তারপর নিচের মত দেখাবে, যে গান ডাউনলোড করতে চান তার উপর ক্লিক করুন। আমি বাংলা গানের উপর ক্লিক করলাম।

৫। তারপর পছন্দ কোন গানের উপর ক্লিক করুন।

৬। তারপর একটু নিচে আসুন এবং নিচের লিংকে ক্লিক করুন।

৭। এখন নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।



দেখুন গানটি ডাউনলোড হচ্ছে। এভাবেই আপনারা যে কোন জাভা ফোন থেকে গান ডাউনলোড করতে পারবেন। আর একটা কথা এটা সব জাভা ফোনে হবে।

এরকম আরো পোস্ট পেতে ভিজিট করুন www.ImtiazBlog.com

আজকে এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন এবং ট্রিকবিডির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ।