Hello বন্ধুরা সবাই কেমন
আছেন..? আশা করি সবাই
ভালো আছেন। আমিও
আল্লাহর রহমতে ভালো
আছি। trickbd তে আসার জন্য আপনাদের ধন্যবাদ।
ভালো কিছু জানতে সবাই
trickbd এর সাথেই থাকুন।
.
.
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার আমাদের অনেক কাজকে পানির মতো সহজ করে দিয়েছে। ঠিক সেরকম একটি কাজ হচ্ছে- এখন আর জটিল হিসেব করার জন্য আমাদের দিস্তা-দিস্তা খাতা বই কলমের প্রয়োজন হয়না।
হাতের মোবাইলফোন টি দিয়ে সহজেই যেকোন হিসেব কষে ফেলা মুহুর্তের ব্যাপার মাত্র।

এবার মূল পয়েন্টে আসিঃ-

আপনি চাইলে আপনার হাতের জাভা মোবাইল টি দিয়েই খুব সহজে আপনার বয়স বের করে ফেলতে পারেন। আর এর জন্য আপনার শুধু দরকার হবে এই এপস টি।

এপস টির সম্পর্কে কিছু তথ্য:-


Name: Age Calculetor
Reguletion: 240*320
Type: Jar
Size: 72 Kb

এপস টি ডাওনলোড করুন এখান থেকে

এপস টি কিভাবে ব্যাবহার করবেন নিচে স্ক্রিনশট সহকারে দেখানো হলোঃ-

প্রথমে আপনার ডাওনলোডকৃত এপস এ প্রবেশ করুন
এরকম দেখবেন এখন Age Calculetor এ প্রবেশ করুন।
>> তারপর ১ম ঘরে আপনার জন্ম তারিখ দিন এরকম।
>> আবার আপনি চাইলে কল বাটনের উপরের বাটন চেপে Calender দেখেও জন্ম তারিখ দিতে পারেন।
>> তারপর আবার কল বাটনের উপরের বাটন চেপে Calculate এ সিলেক্ট করুন এরকম।
>> এবার দেখুন আমার দেওয়া জন্ম তারিখ অনুযায়ী আমার বয়স দেখাচ্ছে।
আপনি ঠিক এরকম ভাবেই আপনার বয়সের বৎসর,মাস,দিন,ঘন্টা,মিনিট,সেকেন্ড দেখতে পারবেন। এরজন্য আবার পেছনে এসে একি নিয়মে কাজ করুন। স্ক্রিনশট দেখুন..

আজকে এই পর্যন্তই পোষ্ট টি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

যেকোন প্রয়োজনেঃ


আমার ফেসবুক
আমার Website টি ঘুরে আসার আমন্ত্রন রইলো।
Web site Link
খোদা হাফেজ। আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।
শুভ কামনা রইলো সবার জন্য।
Stay Home| Stop The Speread| Save Lives|

Leave a Reply