আসসালামু আলাইকুম ও আদাব
- ভাই আপনি কেমন আছেন?
আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।
আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো।
একটা কথাঃ
আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।
আজকের পোষ্টঃ
আজ আমি জাভা ইউজারদের জন্য একটা বাবল গেম নিয়ে এসেছি।এই গেমটা ৯০% এন্ড্রইডের মতো।আপনারা যারা জাবা গেম খেলেন তারা নিশ্চয় Bubble Bash,bubble Bash 2,bubble Bash 3,bubble Bluster,bubble Town গেম খেলেছেন কিন্তু মজা পান নি কিংবা অনেক কম লেভেলে ছিলো।কিন্তু এই গেমটা ভিন্ন রকম।এই গেম এ মোট ২০০টি লেভেল রয়েছে।কিন্তু দুঃখের বিষয় আমি ৫৮টি খেলার পর আর পারছি না অনেক কঠিন গেমটা।তবে কিছু কিছু ফিচার আছে।যেমনঃ আপনি বোম কিনতে পারবেন যার সাহায্যে একসাথে বেশ কয়েকটা বাবল ফাটানো যাবে এতে আপনার লেভেলটা সহজ হয়ে যাবে।তারপর আর একটা অপশন আছে ঐটা কিনলে যেই বাবল তাক করবেন ঐ কালারের একটা বাবল হয়ে যাবে।তা ছাড়া এটি গেমলফ্টের একটি গেম।আর আপনারা তো জানেনই গেমলফ্টের প্রতিটা গেমই অনেক মানের ও এদের গেমগুলো গ্রাফিক্স ও অনেক সুন্দর।এই গেমের ক্ষেত্রেও কোনো বিকল্প নয়।এই গেমটি সেয়ার করলাম কারন বেশির ভাগ গেম প্রিয়রা অনেক লেভেলের গেম চায় যা এই বাবল গেম এ আছে।তারপর আবার এই গেম এর সপ এ একটা জিনিস আছে যেটার দাম ৮৫ ডায়ামন্ড ঐটা কিনতে পারলে আবার অনেক দুর পর্যন্ত টার্গেট করা যায়।আবার আর একটা অপশন আছে যেটা করতে ৫০টি ডায়ামন্ড লাগে ঐটা নিলে আপনি ৩টা বাবল চ্যান্জ করে ব্যবহার করতে পারবেন।আপনি গেমটার লেভেল সম্পুর্ন করলে আপনার র্যাঙ্ক অনুযায়ী নির্দিষ্ট পরিমান ডায়ামন্ড দিবে।সেই ডাইয়ামন্ড দিয়ে এইগুলো কিনতে হবে।এই ২০০টি লেভেলকে কিছু সেক্টরে ভাগ করা হয়েছে।এক সেক্টর থেকে অন্য সেক্টরে যেতে ১০ডায়ামন্ড খরচ করতে হবে।তাই প্রতিটা লেভেল দক্ষতার সাথে সম্পুর্ন করে আপনাকে ডায়ামন্ড অর্জন করতে হবে।
এক কথায় অসাধারন একটা গেম।
Game Info
Name: Bubble Bash Mania
Type: jar
Size: 900kb+
screensize: 240×320
s.s
DOWNLOAD LINK
……..
তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।
Contact Me On Facebook
.
জাভা ইউজাররা যেকোনো সমস্যায় জইন দিন।।
J2ME-HELPING HAND
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ‘.get_bloginfo(‘name’).’ সাথেই থাকুন।
- খোদা হাফেজ