আসসালামু আলাইকুম ।
কেমন আছেন জাভা ইউজার বাসী ?
আশা করি কিছু টা ভালো আছেন । কারণ জাভা ইউজার’দের এখন খারাপ সময় চলছে !
কিছু দিন থেকে জাভা ফোনের ডিফল্ট অপেরা মিনি বন্ধ হয়ে গেছে । (আমার টা চলতেছে No Problem ) ।
তারপর আবার Opera Mini 4.21.jar চলতেছিল না । যার সমাধান আমি আগেই দিয়েছি ,,, চাইলে আমার প্রোফাইল এ গিয়ে দেখে আসতে পারেন ।
সেই পোস্টে আমি দেখিয়েছিলাম কিভাবে Opera Mini Server পরিবর্তন করে Opera Mini 4.21.jar চালাতে হবে ।
আজ আমি সেই পোস্টের হাত ধরেই কিছু সমস্যার সমাধান করে দিব ।
সমস্যাঃ
Opera Mini 4.21.Jar চালাতে চালাতে মাঝে মাঝে আর চলে না । অথবা অটোমেটিক অপেরা সার্ভার পরিবর্তন হয়ে যায় যা একটু পর পর ঠিক করতে বিরক্তিকর লাগে ।
Notice :
অনেকেই হাসাহাসি করবে যে এই ছোটো খাটো টপিক নিয়ে পোস্ট করার কি দরকার ?
দরকার আছে ,, আপনি Online Helping Hands গ্রুপে গিয়ে দেখুন অনেকেই এই বিষয়ে পোস্ট করে হেল্প চাইছে ,,,, তাই এই টপিক নিয়ে লিখা আমার ।
তো আমি এখন দেখাবো কিভাবে এটা অটোমেটিক যেন পরিবর্তন না হয় ।
সমাধানঃ
নিচের Ss এর মত যান ।
উপরে দেখুন Reset Server At Error লেখা আছে । আর ওখানে Any Type টা মার্ক করা থাকবে আপনাদের ।
ওটা Off এ মার্ক করে দিন । এবং সেভ করে দিন ।
এখন আরামসে নেট চালান কোনো ঝামেলা ছাড়াই ।
আশা করি সবার ভালো লেগেছে ।
Thank You.