আসসালামু ওয়ালাইকুম ।প্রিয় ট্রিকবিডি ভিজিটর আপনারা সকরে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ।কেননা ট্রিকবিডি থেকে আমারা প্রতিদিন নতুন কিছু শিখি ।তো আজকেও আমি আপনাদের কিছু শেখানোর জন্যা পোষ্ট করলাম ।আশা করি পোষ্টটা ভালো লাগবে ।
অনেকেই টাইটেল দেখে বুঝে গেছেন ।আজ আমি কি নিয়ে পোষ্ট করবো ।হ্যা আজ আমি আপনাদের দেখাব কিভাবে জাভা ফোন দিয়ে wordpress এর Ftp তে Script upload করবেন ।আসলে এখন জাভা দিয়ে Android এর প্রায় সকল কাজ করা যাচ্ছে ।কিন্তু আসল বিষয় হচ্ছে আমরা জানি না ।তো যায় হোক ।অনেক কথা বলে ফেলেছি ।এবার কাজের কথায় আসি ।
যোভাবে জাভা দিয়ে Script upload দিবেন ।এর জন্যা আপনার অপেরা Mini mod 4.21 লাগবে ।আসা করি সবার কাছে আছে ।বা অন্যা অপেরা মিনি দিয়েও করতে পারেন ।কিন্তু 4.21 টা ভালো হবে ।
প্রথমে আপনার অপেরা মিনিতে প্রবেশ করুন তারপর Address বারে লিখুন https://net2ftp.com বা এখানে তারপর নিচের মত একটা পেজ আসবে পেজের নিচে গিয়ে
আর হ্যা এখান থেকে আপনি আপনার সাইটের Ftp এর সকল কাছ করতে পারবেন ।আপনার যদি কোন জাভার কোন পোষ্ট লাগে তাহলে কমেন্ট করুন পোষ্ট করার চোষ্ট করবো ।পোষ্টটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন ।আজকের মত এখানেই বিদায় নিলাম ।সকলে ভালো থাকবেন ।খোদা হাফেজ ।
কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় ?