Site icon Trickbd.com

:; জাভা ইউজাররা নিয়ে নিন ৫০+ কেবি ডাউনলোড স্পিডের ইউসি ব্রাউজার :: (সাথে থাকছে স্পিড হ্যাক করার উপায়)!!!

Unnamed

শুরুতেই বলছি নিচের লিংক থেকে এ্যাপ ডাউনলোড করেই কোনোকিছু ডাউনলোড করা শুরু করবেন না । নিচে যে কয়টা নিয়ম দিয়েছি সব গুলো নিয়ম মেনে কাজ করুন । আর আইটেল ইউজাররা স্পিড কমিয়ে নিবেন ।

আসসালামু আলাইকুম ।
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ।

পোষ্টটি শুরু থেকে সম্পূর্ণ পড়ুন ।
আসলে আমরা যারা জাভা ইউজার, তারা ভাবি আমরা যদি জাভাতে ২০ কেবি বা তার বেশি ডাউনলোড স্পিড পেতাম তাহলো কতই না ভালো হতো । কিন্তু সেখানে আমরা মাত্র 8-10 KB স্পিড পাই। আমরা হয়ত অনেক নোকিয়া ইউজাররা ভালো স্পিড পাই । ;;কিন্তু তবুও আমরা ভাবি “যদি ইচ্ছামতো ডাউনলোড স্পিড নিয়ন্ত্রণ করা যেত তাহলেই কতই না ভালো হত!!

হতাশার কোনো কারন নেই । কারন আজকে আমি দেখাব কিভাবে ডাউনলোড স্পিড হ্যাক করবেন ।

তো চলুন এবার টাইটেল প্রাসঙ্গিক আলোচনা করা যাক

  • যে ব্রাউজারটি শেয়ার করব সেটি হচ্ছে জাভা uc browser v9.5.0 এর মোড ভার্সন যেটি মেইন ভার্সন থেকে ৭৫ শতাংশ আলাদা ।
    New Feature:
  • Auto Heap Cleaner
  • Download Control System
  • Screenshot System
  • Handlar Mod
  • & Many System

    তবে শেয়ার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিতে চাই আর সেটি হচ্ছে “আপনারা হয়ত সার্ভার বন্ধের কথা সম্পর্কে অবগত, আমি আশা করছি জাভা ইউজার সেটি বুঝে ফেলেছেন” । আর আমি নিজে একটা জিনিস লক্ষ্য করেছি যে অপেরা আর ইউসি এর কয়েকটা সার্ভার অফ করে দেওয়ার ফলে কিছু ফিচার নিখোঁজ হয়ে গেছে । আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন, তবে বেশি বুঝতে যাবেন না। আর ১টি কথা অ্যাপটিতে প্রবেশ করতে প্রথমবার একটু বেশি লোডিং নিতে পারে ।

    App Name:: Uc Java Mini
    Size:: 702.40 KB
    Download link:; Click Here

    ডাউনলোড করা হলে ইনস্টল করে অপেন
    করুন । তবে ডাউনলোডের আগে আমাদের কিছু প্রাথমিক কাজ করতে হবে । অতএব নিচে আমার দেওয়া ছবি গুলো ফলো করুনঃ

  • অ্যাপে প্রবেশের পর Menu তে ক্লিক করুন এবং সেখান থেকে Setting এ ঢুকুন
  • এবার Appearances এ ঢুকুন এবং সেখান থেকে cursor mode অফ করে দিন । আর চিত্রের মতো page sagement 8 kb আর image quality, low করে সেভ করে দিন

  • এবার আবার Menu তে ক্লিক করে Settings > Extra Menu > Heap Setting > Auto Heap Clear এ yes দিয়ে Save দিয়ে দিন । এই অটো হিপ ক্লিনার আপনার ব্রাউজিংকে কে অনেক সহজ করতে সক্ষম ।
  • এবার এড্রেসবারে www.google.com লিখে গুগল পেজে গিয়ে যা লিখতে চান সেটা লিখু সার্চ দিন। এখানে ১ টা জিনিস লক্ষ করবেন যে লোডিং নেওয়ার পর অনেকসময় (Back, Refresh) এই লেখা দুটা আসবে । বিশেষ করে বাংলালিংকে, সেক্ষেত্রে আপনারা Back এ ক্লিক করবেন ।
  • এবার ডাউনলোড লিংকে গেলে নিচের মতো দেখতে পাবেন ।এবার Save এ ক্লিক করুন। তো সেখানে Select Foldar এ TFCard দিবেন । এর Save দিবেন । কয়েকবার পারমিশন চাবে আপনার yes দিবেন ।


  • এবার নিচের মতো ডাউনলোড গিয়ে দেখবেন ডাউনলোড হচ্ছে ৫০ কেবি করে ।



  • আগে কোনো ঝামেলা হতো না । তবে এখন কয়েক সেকেন্ড পর ৫০ কেবি লোড হতে পারে । তবে এক্ষেত্রে একটা কথা বলতে চাই আইটেল ইউজাররা একটু স্পিড কমিয়ে নিবেন (বেশি মাতবরি করবেন না)।

    এবার দেখাবো কিভাবে ডাউনলোড স্পিড নিয়ন্ত্রণ করবেন (নোকিয়া ইউজারদের ক্ষেত্রে বেশি কার্যকরি)::

  • সেটিং এ গিয়ে নিচের ছবিগুলো ফলো করুন

  • এখানে স্পিড চেঞ্জ করলে আপনাকে যা করতে হবে সেটি হলো আপনাকে Active Download Block অন করে দিতে হবে মানে টিক দিতে হবে । আর Download Buffer (KB) এ আপনি কত ডাউনলোড স্পিড নিতে চান তা দিয়ে সেভ দিন ।

    বিঃদ্রঃ যদি স্পিড পরিবর্তন করার পর লক্ষ করেন 1 byte করে ডাউনলোড হচ্ছে তাহলে অ্যাপ থেকে বের হয়ে আবার ঢুকে ডাউনলোড দিন ।

    একটা অনুরোধ তো করতেই পারি;
    আপনারা সবাই সম্ভব হলে
    দিনে অন্তত একবার
    ট্রিকবিডির যেকোনো
    এডে ক্লিক করবেন তাহলে
    অন্তত ট্রিকবিডি
    প্যানেলের কিছু আর্ন হবে।
    আমাদের ভালোবাসার
    ট্রিকবিডি’কে ভালো
    রাখার দায়িত্ব তো
    আমাদেরই….এইটুকু কাজ
    তো করতেই পারি তাই না ?

    তো এই ছিল আজকের পোষ্ট । দেখা হবে অন্য কোনো পোষ্টে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিনে । ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন ।