আসসালামু আলাইকুম ।
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ।
পোষ্টটি শুরু থেকে সম্পূর্ণ পড়ুন ।
আসলে আমরা যারা জাভা ইউজার, তারা ভাবি আমরা যদি জাভাতে ২০ কেবি বা তার বেশি ডাউনলোড স্পিড পেতাম তাহলো কতই না ভালো হতো । কিন্তু সেখানে আমরা মাত্র 8-10 KB স্পিড পাই। আমরা হয়ত অনেক নোকিয়া ইউজাররা ভালো স্পিড পাই । ;;কিন্তু তবুও আমরা ভাবি “যদি ইচ্ছামতো ডাউনলোড স্পিড নিয়ন্ত্রণ করা যেত তাহলেই কতই না ভালো হত!!
হতাশার কোনো কারন নেই । কারন আজকে আমি দেখাব কিভাবে ডাউনলোড স্পিড হ্যাক করবেন ।
তো চলুন এবার টাইটেল প্রাসঙ্গিক আলোচনা করা যাক
New Feature:
তবে শেয়ার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিতে চাই আর সেটি হচ্ছে “আপনারা হয়ত সার্ভার বন্ধের কথা সম্পর্কে অবগত, আমি আশা করছি জাভা ইউজার সেটি বুঝে ফেলেছেন” । আর আমি নিজে একটা জিনিস লক্ষ্য করেছি যে অপেরা আর ইউসি এর কয়েকটা সার্ভার অফ করে দেওয়ার ফলে কিছু ফিচার নিখোঁজ হয়ে গেছে । আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন, তবে বেশি বুঝতে যাবেন না। আর ১টি কথা অ্যাপটিতে প্রবেশ করতে প্রথমবার একটু বেশি লোডিং নিতে পারে ।
ডাউনলোড করা হলে ইনস্টল করে অপেন
করুন । তবে ডাউনলোডের আগে আমাদের কিছু প্রাথমিক কাজ করতে হবে । অতএব নিচে আমার দেওয়া ছবি গুলো ফলো করুনঃ
এবার দেখাবো কিভাবে ডাউনলোড স্পিড নিয়ন্ত্রণ করবেন (নোকিয়া ইউজারদের ক্ষেত্রে বেশি কার্যকরি)::
বিঃদ্রঃ যদি স্পিড পরিবর্তন করার পর লক্ষ করেন 1 byte করে ডাউনলোড হচ্ছে তাহলে অ্যাপ থেকে বের হয়ে আবার ঢুকে ডাউনলোড দিন ।
একটা অনুরোধ তো করতেই পারি;
আপনারা সবাই সম্ভব হলে
দিনে অন্তত একবার
ট্রিকবিডির যেকোনো
এডে ক্লিক করবেন তাহলে
অন্তত ট্রিকবিডি
প্যানেলের কিছু আর্ন হবে।
আমাদের ভালোবাসার
ট্রিকবিডি’কে ভালো
রাখার দায়িত্ব তো
আমাদেরই….এইটুকু কাজ
তো করতেই পারি তাই না ?
তো এই ছিল আজকের পোষ্ট । দেখা হবে অন্য কোনো পোষ্টে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিনে । ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন ।