Site icon Trickbd.com

[java user must see] জাভা অপেরামিনির 4.21 বা 4.20 এর ডিলেট হয়ে যাওয়া সেভ পেইজে ফিরিয়ে আনুন।না দেখলে মিস।[java user must see]

Unnamed

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।ভালো আছেন বলেই

ট্রিকবিডিতে ভিজিট করছেন।আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি।

আবারো আপনাদের মাঝে হাজির হলাম একটা নতুন পোষ্ট নিয়ে।পোষ্টটা অবশ্য জাভা ইউজারদের জন্য।তবে চাইলে অন্যরাও পোষ্টটা দেখতে পারেন।আশা করি আপনাদের পোষ্টটা খুবই ভালো লাগবে।
কিছু কথাঃ

আমি আগের পোষ্টগুলোতে বলেছি যে আমি সামান্য একজন জাভা ইউজার,তাই আমার যেটুকু সামর্থ্য হবে সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করবো।যদি সেগুলো ভালো লাগে,,তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন।
আর যদি আমার পোষ্টগুলো খারাপ হয় অথবা কোথাও ভুল করি তাহলে কমেন্টে লিখবেন।
তো এই পোষ্টটা জানিনা কেমন হবে….আমার মনে হয় এটা জাভা ইউজারদের জন্য খুবই প্রয়োজনীয় একটা পোষ্ট।

কারণ তারা অনেক গুরুত্বপূর্ণ পেইজই সেভ করে রাখে।কিন্তু ভুল করে অথবা ঐ অপেরাটা আনস্টল হয়ে যায়।যার ফলে সেভ করা পেইজগুলোও ডিলিট হয়ে যায়।আজকে সেই ডিলিট হয়ে যাওয়া পেইজগুলো ফিরিয়ে আনবো।
যেটা আপনাদের অবশ্যই জানা দরকার।কারণ এই রকম সমস্যায় আপনিও না কোন দিন পড়ে যান।এরপর হতাশ হওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না।তাই আপনি যদি জাভা ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোষ্টটা দেখবেন।

মনে হয় আমি সব সময় একটু বেশি কথা বলি তাই না।চলুন তাহলে মূল পোষ্টে চলে যাই…. এর জন্য অপেরামিনি 4.21 মোড অথবা অপেরামিনি 4.20 লাগবে।যা আপনাদের সকলেরই আছে।যদি না থাকে তাহলে আগের পোষ্টটা থেকে ডাউনলোড করে নিবেন।
১. প্রথমে অপেরামিনিটা ওপেন করুন…
২.এরপর Menu লেখায় ক্লিক করুন… ৩.এরপর 5 নাম্বারে Tools লেখা আছে সেটাতে ক্লিক করুন…
এরপর 3 নাম্বারে দেখুন Settings লেখা আছে সেখানে ক্লিক করুন।তারপর 1 নাম্বারে দেখনু Navigation লেখা আছে ঐটাতে ক্লিক করুন।
এরপর দেখুন Save Pages With Original Names এই রকম লেখা আছে ঐটাতে টিক দিয়ে দিন।এতে করে পেইজগুলো আসল নামে সেভ হবে।
এরপর একটু নিচে দেখুন Set Folder নাম একটা কিছু আছে এর নিচে ৩টা ডট বা … এইরকম আছে সেখানে ক্লিক করুন,,, প্রথম বার error হলে আবার ক্লিক করুন।এরপর ফাইল ম্যানেজারে যান।যে ফোল্ডারে ফাইলগুলো সেভ করা ছিল সে ফোল্ডারে গিয়ে সেভ করে দিন।
যদি না পান তাহলে আসল নাম দেখে সেই ফোল্ডার খুজে বের করে সেটাতে সেভ করে দিন।ব্যস কাজ শেষ না পারলে নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন।


এখানে আমি Ss নামের ফোল্ডারে সেভ করে দিলাম
দেখুন আমার কতগুলো পেইজ হয়ে গেলো


আজ এখানেই বিদায় নিলাম।আবার অন্য কোনো পোষ্টে দেখা হবে।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।