আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন..?
আশা করি সবাই ভালো আছেন।
আসলে কেউ ভালো না থাকলে TrickBD ভিজিট করে না।
তাই আপনাকে TrickBD আসার জন্য ধন্যবাদ।
নতুন কিছু জানতে TrickBD এর সাথে থাকুন।
অনেকেই হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে পোস্ট করছি। আজকে আমি আপনাদের জন্যা নিয়ে এসেছি পড়ালেখায় কাজে লাগবে এমন ৫টি .jar ফাইল আকারে বই
কিছু কথা
আমরা Author রা সর্বদায় চেষ্টা করি আপনাদের জন্যা ভালো একটা পোষ্ট করার । যার মাধ্যমে আপনি কিছু
শিখতে পারবেন জানতে পারবেন আর জানাতে
পারবেন ।তাই কখনোই Author দের পোষ্টে বাজে কমেন্ট করবেন না ।যদি পারেন তাহলে একটা ভালো কমেন্ট করে যাবেন।
আজকের টপিক
আজকে আমি আপনাদের জন্যে .jar ফাইল আকারে বাংলা পড়ালেখার বিষয়ে বই নিয়ে এসেছি। অনেকেই বলে যে আমার দীর্ঘ সময় ধরে বই পড়ি কিন্তু পড়া মুখস্থ হচ্ছে না, পড়ালেখার পরিবেশ টা কেমন হওয়া উচিত, দ্রুত কিভাবে পড়া মুখস্থ করতে হয়, কিভাবে পড়ালেখায় মনযোগী হতে পারবো, আজকে আপনারা এই প্রশ্নগুলোর সমাধান পাবেন ইনশাআল্লাহ। আরেক টা কথা হচ্ছে আপনি যদি এই বিষয়গুলো পড়ে পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনার পড়া তাড়াতাড়ি মুখস্থ হতে শুরু করবে। তো আজকের জাভা আকারে বইগুলোতে যা যা বিষয় নিয়ে আলোচনা করবো.
*বইগুলো নিয়ে কিছু কথা*
বইগুলো পড়ে যে আপনি উক্ত কাজগুলো করতে পারবেন তা নয়। কারণ পড়াশোনায় যে যতটা পরিশ্রমী তার ততটা উন্নতি আর যারা পড়ালেখায় পরিশ্রমী তাদেরই এই বইগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন যে কেউ জীবনেও এই বইগুলো পড়ে উন্নতি করতে পারবে না। তাদেরকে বলতেছি যদি কেউ পরিশ্রমী হয় এবং এই নিয়মগুলো অনুসরণ করে অবশ্যই সে পড়া মুখস্থ করতে পারবে। আর যদি এমনি এমনি নিয়মগুলো অনুসরণ করে তার বিন্দু মাত্র উপকার হবে না।
তো চলুন কিছু স্ক্রিনশট দেখে আসা যাক
Rotato করে পড়তে চাইলে 0 প্রেস করুন।
অ্যাপগুলোর ডাইরেক্ট ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো
পড়াশোনার জন্য কেমন পরিবেশ দরকার.jar
পড়াশোনায় মনযোগী হবার ১০টি উপায়.jar
দ্রুত পড়া মুখস্থ করার সঠিক নিয়ম.jar
পড়া মুখস্থ করার ৮টি উপায়.jar
অনেকেই হয়তো বলতে পারেন যে, জাভা এর জন্যা পোস্ট করলেন কেনো এখন তো আর জাভা ইউজার খুজেই পাওয়া যায় না। আমি সেই ভাইকে বলবো Java Mobile Family গ্রুপে গিয়ে দেখেন এখনো কত হাজার জাভা ইউজার আছে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিবেন। আর নিয়মিত নতুন ট্রিক পেতে TrickBD ভিজিট করুন।
আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।
সৌজন্যে: Rhd04.wapkiz.com
Follow Me On Facebook