আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
কয়েক দিন আগে আমি জাভার জন্য একটা অনলাইন গেম নিয়া পোষ্ট দিছিলাম।
.
আর বলেছিলাম যদি সারা পাই তবে এই গেমের নিয়ম নিয়া পোষ্ট দিব। অনেকেই আমাকে এই বিষয়ে রিকুয়েষ্ট করছে। তাই এই টপিক নিয়া আলোচনা করব যেন
.
আপনার ভালো করে এই গেম টা খেলতে পারেন। অন্য দেশের প্লেয়ারকে হরাতে পারেন।এই পোষ্ট শুধু আপনাদেরই জন্য কোনো স্বার্থ ছাড়াই আপনাদের শেখানোর জন্য পোষ্ট টা এই খানে করলাম।
.
চলুন শুরু করি।
.
প্রথমে আমি একটু গেমটা সম্পর্কে বলি। এই গেম বিশ্বব্যাপি বহুল পরিচিত গেম পোকার । এই গেমটাতে মূলত টাকার বাজি ধরা হয়। আর আমরা এই গেমটা চিপস বাজি ধরব।
.
চলুন চিপস কি জেনে নেই চিপস হলো টাকার পরিবর্তের ব্যবহারকৃত পয়েন্ট যাকে চিপস বলা হয়। এখানে গেমটাতে আপনি প্রত্যেক দিন ২০০প্লাস টিপস পাবেন যা দিয়ে আপনার গেম টা চালিয়ে যেতে হবে।
.

প্রথমে টেবিলে এ জয়েন করেন। আপনি দুইটা কার্ড পাবেন। এখানে তিনট বাটন পাবেন। Fold, Cheak,Raise/Bet.

.
ফল্ড: ধরুন আপনি কোনো ভালো মানের কার্ড পাননি আপনি এই দানটি খেলতে চাননা তখন আপনি ফল্ড বাটন টিপে হাত গুটিয়ে নিবেন।
.
চেক: ধরেন আপনি এই দানটি খেলতে চান তথন এই বাটন টি চাপ দিবেন।
.
রাইস: আপনি ভালো মানের কার্ড পেয়েছেন আপনি এই বাটন টিপে বাজি বেশি করে ধরতে পারেন।
.
চলুন এবার কার্ডর বিন্যাস দেখে আসি।
,

Royel Flush :এই কার্ড সেট হলো সর্বশক্তিমান কার্ড পোকারের। এই গোত্রের কার্ড হলো 10 থেকে শুরু করে ট্রেক্কা পর্যন্ত। আপনার হাত এবং বোর্ড মিলিয়ে যদি এক ধরণের কর্ড সেট তৈরি হয় আপনাকে আর কেউ ঠেকাতে পারবেনা বাজিতে জিতাতে।কারন এই কার্ড আর কারো কাছে থাকার কোনো উপায় নাই।

Staight Flush : এটি ২য় শক্তিশালী কার্ড সেট। আপনার হাতে এবং বোর্ডে মিলে যদি ৫ থেকে ৯ পর্যন্ত মিলে যায় তবুও আপনি শতভাগ নিশ্চিন্ত থাকতে পারবেন না যা আপনি এই বোর্ড জিতবেন। তবে প্রায় ৯০ ভাগ নিশ্চিত থাকতে পারেন।

Four Of Kind: এই গোত্র হলো পোকারের ৩য় শক্তিশালি কার্ড।আপনার হাত এবং বোর্ড মিলে যদি যেকোনো কার্ডের চারটি সংখা মিলে যায়।প্রায় ৮০ ভাগ নিশ্চিত থাকবেন।অনেকেই এই দানটাকে কাজে লাগিয়ে অনেক বড় বাজি জিতে নেয়।

Full House: আপনার হাত বোর্ড মিলে যদি একই কার্ড ৩টি এবং অন্য কার্ড ২টি মিলে যায় তবুও আপনি পুরোপরি নিশ্চিত থাকতে পারবেনা কেননা অন্য কেউ এর চেয়ে হাই কার্ড দিয়ে বোর্ড মিলেয়ে দিতে পারে। তবুও এটা চতুর্থ শক্তিশালি কার্ড।

Flaush: যেকোনো রংএর পাচটি কার্ড মিলে গেলে এই বোর্ড টা আপনার হতে পারে।অনেকই এই চাল দিয়ে বোর্ড জিতে নেয়।

Staight: ৬তম শক্তিশালী কার্ড । একই গোত্রের যেকোনো সংখা থেকে টানা পাচটি কার্ড মিলেগেলেই আপনি ৫০ ভাগ নিশ্চিত থাকতে পারেন।

Three Of A Kind : তিনটি কার্ড মিলে গেলেই এই কার্ড সেট টা হয় ফোর অফ এ কাইন্ড এর মতই।

Two Pair: আপনার হাতে এবং বোর্ড যদি কোনো কার্ডের দুই জোড়া মিলে তবে টু প্যায়ের হয়।

One Card: যেকোনো কার্ডের জোড়া মেলানো।দূর্বল হলেও অনেকে বাজি জিতে নেয়।

High Card: ধরুন বোর্ড আর হাত মিলে কোনো বিন্যাস হলো না তথন যার হাতে বেশি শক্তিশালি কার্ড তখন সে জিতবে।
.

এইটা গেমটা ভালো করে লক্ষ করুন।আমি SOUROV2 A,7পেয়েছি আর একজন J,10 পেয়েছে আর আমি গেমটা হেরেছি বলতে পারেন কেনো হেরেছি? A ও J রয়েল ফ্লাস এর কার্ড হলেও 7 এর চেয়ে 10 বড় তাই ও দান টা জিতেছে।
.
আশা করি সবগুলো কার্ড ভালো করে বুঝেছেন।এভাবে খেলতে খেলতে আরো ভালো বুজবেন।
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

16 thoughts on "পোকার খেলার সকল নিয়ম কানুন। প্রত্যেক পোকার ইউসার এর জন্য।আর একটা বাজিও হারবেন না আপনি।[Don’t Miss It]"

  1. shuvo Contributor says:
    Good post
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      Tnx
  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    ভাই বাজি না বলে Hand বলেন ?/ Good And Helping Post
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      Tnx. ব্রো হ্যান্ড না বলে বাজি বলা ঠিক কারণ সব হ্যান্ড তো আর আপনার ভালো কার্ড পড়বে না আর কার্ড দেখে তো বাজি ধরতে হয়।সব হ্যান্ড তো আর কোনো ভাবে জিতা যাবেনা।
  3. Dip Dey - Walker #57341 Contributor says:
    OMG PIC A To Amar Name Daka Jay
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      WC
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      tnx
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      Tnx
  4. MDtrs557 Contributor says:
    অনেক ধন্যবাদ ভাই। কার্ডস নিয়ে আরো যেসব গেম আছে সেগুলোর টিউটোরিয়াল এর অপেক্ষায় থাকলাম
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব।
  5. Tahsif Hossain Contributor says:
    **ভাই বোর্ডের আর হাতের কার্ড মিলে যদি** মানে বুঝলাম নাহ
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      বোর্ডের পাচটি কার্ড আর আপনার হাতের 2টি কার্ড থাকবে। এখানে বোর্ডে 3 বা 4 টা এবং হাতে 1টা বা 2 নিয়ে এই কথা কে আপনার হাতে এবং বোর্ডে মিলে বলা হয়েছে। আশা করি বুজতে পারছেন।
  6. Tahsif Hossain Contributor says:
    ধন্যবাদ
  7. Md Ibrahim Hossen Contributor says:
    আমার ইউজার নেম WJOSS

Leave a Reply