আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন।
টেলিফোন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রতিটি দেশের একটি কলার কোডের
তালিকা রয়েছে যা অনন্য । এজন্য আপনি যদি বিদেশ বা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে টেলিফোন করতে চান তাহলে সবার আগে জরুরী হচ্ছে সে দেশের আইডিডি কোড । এখানে “আইডিডি” হচ্ছে কলার কোড গুলোর উপাধি অর্থাৎ “আন্তর্জাতিক সরাসরি ডায়াল”। আইডিডি এক দেশ থেকে অন্য দেশে আলাদা হয়ে থাকে।
প্রতিটি দেশের আইডিডি কোড আন্তর্জাতিক ভাবে সর্বনিন্ম ১ টি এবং সর্বোচ্চ ৪ টি হয়ে থাকে । তবে এখানে বেশিরভাগের দেশের আইডিডি কোড ২ টি এবং ৩ টি লক্ষ করা যায়। আর মার্কিন যুক্তরাষ্টের আইডিডি কোড সর্বদা ১টি হয়ে থাকে । সাধারণত ছোট দেশ গুলোর ক্ষেত্রে ৩ টি এবং বৃহৎ দেশগুলোর ক্ষেত্রে ২ টি আইডিডি কোড দেখা যায় । যেমনঃ পাকিস্তানের আইডিডি নম্বর 92 (২টি), যুক্তরাজ্যের আইডি নম্বর 44 (২টি) এবং বাংলাদেশের আইডিডি নম্বর 880 (৩টি),, আয়ারল্যান্ডের আইডিডি নম্বর 353 (৩টি) । তবে এক্ষেত্রে কিছুটা ব্যাতিক্রমও লক্ষ করা যায়। যেমনঃ মায়ানমার ছোট দেশ হয়েও এর আইডিডি নম্বর 95 অর্থাৎ ২ টি।
এবার আসি মূল আলোচনায়।
আমাদের ফোনে দেখা যায় অনেক সময় অচেনা আইডিডি নম্বর থেকে ফোন আসে (যদিও এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বন্ধুরাই নাম্বার চেঞ্জ করে ফোন দেয়) । কিন্তু আইডিডি কোড মুখস্থ না থাকায় আমরা বুঝতে পারি না যে কলটি কোন দেশ থেকে এসেছে । এন্ড্রোয়েড ইউজাররা এটা সহজেই বের করতে পারে । আমরা জাভা ইউজাররাও অনলাইনে গুগলের সাহায্যে বের করতে পারি । কিন্তু আমি আজকে দেখাব কিভাবে আপনারা অফলাইনে ১টি এ্যাপসের মাধ্যমে নিমিষেই যেকোনো দেশের আইডিডি (কলার কোড) বের করবেন ।
তো চলুন শুরু করা যাকঃ ১মে নিচের লিংক থেকে এ্যাপসটি ডাউনলোড করে নিন ।
–>কিভাবে কাজ করবেন
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে অন্য কোনো পোষ্টে । ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিতে থাকুন
#Boycott_french_products
#Boycott_France
#We_Love_Muhammad_(S.A.W.)
#We_Are_Ummah_Of_Muhammad_(S.A.W.)
#WeHateFrenchGovernment
#My_prophet_My_pride
#Stop_Islam_phobia_In_France
আল্লাহ হাফেজ