আস্সালামুআলাইকুম। আশা
করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে
ভালো আছেন। আপনাদের
দোয়ায় আমিও ভালো
আছি।
.
আজকে আমি একটা নতুন এবং
হেল্পফুল পোষ্ট নিয়ে
আপনাদের সামনে হাজির
হয়েছি।
.
আশা করি সবার উপকারে
আসবে। সবাই ধৈর্য ধরে
সবাই পোষ্ট টা পরবেন আর
কিছু না বুজলে কমেন্ট বক্সে
কমেন্ট করেন। তো শুরু করা
যাক।
.
অনেকেই হয়ত টাইটেল
দেখে বুঝে গেছেন কি
নিয়া আলোচনা করব।
.
বর্তমানে 2Go হলো জাভা এবং এন্ডোয়েডের অসাধারন একটা মেসেন্জার অ্যাপ। অনেকেই এখন এই অ্যাপটা ব্যাবহার করছে। এই অ্যাপটাতে জাভা দিয়ে চ্যাটিং করতে অনেক সুবিধা তাই এর ব্যবহার বহুল।
এখানে ফেসবুকের মত প্রফাইল আছে এবং প্রফাইল আপডেট দেওয়া যায়। এখানে প্রফাইল ভেরিফাই করার জন্য সিস্টেম আছে।
.
.
তাই আমরা 2Go টিমকে ইমেইলের মাথ্যমে অ্যাকাউন্ড ভেরিফাই করব। এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ড খুব সহজে ভেরিফাই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
.
আপনার প্রয়োজন হবে একটি ইমেইল অ্যাকাইন্ড কারন আমরা ইমেইল দিয়ে আইডি ভেরিফাই করব। ইমেইল আইডি খোলা না থাকলে আইডি খুলে নিতে পারেন। .
এটা তাদের মেইল অ্যাড্রেস এখানে আমারা মেইল করব।
.
প্রথমে আপনাকে জেমেইলে প্রবেশ করতে হবে।
তারপর কমপোজ এ যেতে হবে।
To তে লেখতে হবে : support-android@2go.im
Subject : Please verify my account.
MSG : username:[ এখানে আপনার ইউজার নেম]. I wanna verify my account. Please
help me.
এরপর সেন্ট করে দিন।
.Sent Mail
দেখেন আমি ইমেইল সেন্ট করছি ৫ দিন আগে।
Return Mail
দেখেন তারা আমাকে ৫দিন পর মেইল করছে যে আমার অ্যাকউন্ট ভেরিফাই করেছে।নিচে প্রুপ দেখেন।
Prof
টিম থেকে মেইল আসলে আপনাকে কিছু করতে হবেনা ওরাই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে।
ওরা আপনাকে ৫দিনের মধ্যে ইমেইলে পাঠাবে। তাই মেইলের জন্য অপেক্ষা করুন।
আশা করি পোষ্ট টা আপনার
উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো
প্রকার ভুল হলে ছোট্ট ভাই
মনে করে ক্ষমা করে
দিবেন। আর ভুলটা কমেন্ট
বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য
থাকুন ট্রিক বিডির সাথে
থাকুন ট্রিক বিডি নিয়ম
কানুন মেনে চলুন আর ট্রিক
বিডি কে আরো উন্নত
করতে বেশি বেশি উন্নত
পোষ্ট করুন!
.