স্বাগতম, সবাইকে আমার আজকের এই নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা । কারন trickbd এর সাথে থাকলে সবাই খুবই ভালো থাকে ।
আজকে আমি এই পোষ্টে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অপেরা মিনি 4.21, 4.20 বা bangabondhu browser দিয়ে যেকোন ছবি অরিজিনাল রেজুলেশনে ওপেন করবেন। মানে যেকোন ছবি জুম করবেন কিভাবে।
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
প্রথমে আপনার ফোনের অপেরাটি চালু করেন। তারপরে নিচের স্ক্রিনশটের মতো করে menu>go to> file manager> এরপর যে ড্রাইভে আপনার ছবিটি আছে ঐ ড্রাইভে যান(যেমন আমি E ড্রাইভে গেছি)>তারপর আপনার মেমরিতে যে যায়গায় আপনার ছবিটি আছে ঐ ছবির উপর গিয়ে>menu>open>Media file এ যান। তাহলেই ছবিটি অরিজিনাল রেজুলেশনে ওপেন হবে।
না বুঝলে স্ক্রিনশট দেখুন।
এখান থেকে মেমরির ড্রাইভে যান
তারপর ছবিটি সিলক্ট করুন।
আমি স্ক্রিনশটে বঙ্গবন্ধু ব্রাউজার ব্যাবহার করেছি।
আর,
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
ও হ্যা, যেকোন প্রবলেমে ফেসবুকে আমিfacebook
অথাত বড় পিক্সেলের যেকোন ছবি আপনি দেখলে সেটা কাছ থেকে দেখাবে