স্বাগতম, সবাইকে আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা , কারন trickbd এর সাথে থাকলে সবাই খুবই ভালো থাকে ।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অপেরা মিনি 4.21, 4.20 বা bangabondhu browser এর স্পিড বাড়িয়ে নিবেন। আসলে এই ট্রিকটা আমি আমার সিম্পনি D54+ ফোনে ব্যাবহার করছি এবং সফলতাও পেয়েছি। আসলে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ফোনের কানেকশান লস হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কানেকশান লস বলতে কি বোঝাচ্ছেন? আসলে আমরা যখন উপরের ব্রাউজারগুলো ব্যাবহার করি তখন, কিছুক্ষন পর পর কানেকশান চলে যায় এবং পপ আপ হিসেবে আপনাকে দেখায় আপনার মোবাইলে আর কত এমবি আছে সেটা । তারপর আবার নতুন করে কানেকশান পেতে অনেক সময় লাগে । কিন্তু আমার এই টিউটোরিয়াল কাজে লাগিয়ে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

প্রথমে আপনার ফোনের অপেরাটি চালু করেন। তারপরে নিচের স্ক্রিনশটের মতো করে menu>tools>setting>network এ যান।

এরপর নতুন যে পেইজ আসবে সেখানে opera mini server এর নিচের বক্স তে এই কোডটি বসানঃ

socket://server4.operamini.com:1080

তারপর নিচের স্ক্রিনশ্েটর মতো করে reset server at an error এর নিচের off তে ক্লিক করেন।

তারপর আরেকটু নিচে গিয়ে দেখুন এক যায়গায় লেখা আছে shadow connection । এই বাটনটি অন করে দিন।

এরপর কল বাটনের উপরের বাটন ক্লিক করে সেইভ করে ‍দিন। তারপর আপনার ব্রাউজারটি একবার বন্ধ করে আবার অন করুন। এবার আপনার কাজ শেষ।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ব্রাউজিং স্পিড বেড়ে যাবে।আর,
আমি স্ক্রিনশটে বঙ্গবন্ধু ব্রাউজার ব্যাবহার করেছি।
আরেকটা কথা, মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। আর যেকোন ( Java games,super fast browsers,3gp হিন্দি ও বাংলা movies and natok,java books,wapkiz codes) এর জন্য আমার সাইটটি ভিজিট করতে পারেন। asphnky.wapkiz.com(best site for java)

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

এছাড়াও কোন প্রবলেমে ফেসবুকে আমিfacebook

26 thoughts on "বাড়িয়ে নিন আপনার জাভা অপেরা মিনির স্পিড। জাভা ইউজাররা, না দেখলে মিস"

    1. Prottoy Saha Contributor Post Creator says:
      thanks
  1. Tarik Rahaman Contributor says:
    gd trick but trickti kaj kora na itela
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      hoito itel a kaj kore nah.amr symphony d54+ te high speed pay…

      Tobe shadow connection ta অবশ্যই উপকারে আসবে। আর সহজে সাভার ফেইল দেখাবেনা। গ্যারেন্টি

  2. Abdullah Author says:
    আমার একটা রিভিও আজ কয়দিন পেনডিং এ রয়েছে কি করবো
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      Apni trickbd suppor team k email koren
  3. shamulhasan Subscriber says:
    তাই নাকি।তা আমার ওপেরার স্পিড বাড়ার চাইতে ওপেরা নষ্ট হয়ে যায়।এইটা ভুয়া ট্রিক।
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      Ki somossa hoy?
    2. Prottoy Saha Contributor Post Creator says:
      (Shadow connection) ta obbosoi kaj krbe…ar ei setting korar por jodi error dekay tahole opera theke ber hoye tarpor abr try koren….asha kri kaj hobe…
    3. Prottoy Saha Contributor Post Creator says:
      তাছারা, সবার ফোন তো এক না। আমার symphony d54+ তে দারুন ব্রাউজিং স্পিড পায়
  4. Lipon Islam Author says:
    apni j onek valo speed peyechen tar proove koi
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      ভাই প্রুভ কিভাবে দিতে পারি?
      এটা তো ব্রাউজিং স্পিড বাড়ানোর ট্রিক।
  5. Tarik Rahaman Contributor says:
    “ভাই,এটি কাজ করে না।আমি আমার জাভা সেমপোনিতে ও কাজ করছি বাট ইরোর দেখায়”
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      Apnar shate amr fb friend ache mone hoy…apni error ar akta screenshot amk fb message a pathan…deki kmn error dekay….প্রথম প্েথম আমারো এমন দেখাতো
  6. Mafijul Contributor says:
    ভাই আমার Nokia 110 ফোনের একটাই সমস্যা তাহলো আমার ফোনের যে ওরজিনাল অপেরা মিনি ব্রাউজার আছে সেটা ছাড়া অন্য কোনো ব্রাউজারই চলে না কত রকমের ব্রাউজার যে ডাউনলোড করলাম কিন্তু তার ভিতরে আর প্রবেশ করতে পারলাম না ইন্টারনেট সিগনালই দেখায় না শুধু লেখা আসে Faild to connection to the internet আর আমার ওরজিনাল ব্রাউজার দিয়ে কপি,পেস্ট,ডাউনলোড স্ক্রিনশট কিছুই হয় না আমি বাংলালিংক সিমে নেট চালাই অনেকে বলে অন্য সিম ব্যবহার করতে কিন্তু BL সিম দিয়ে অনেকেই চালায় তাহলে আমার সিমে কি হইছে একটু সাহায্যে করলে খুশি হতাম
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      Vai apni bangabundhu browser download diye install korun. Tar age apnar phoner date ar time thik korun…ar browser ta te amr ei post ar kaj gula kore dekun…priblem hoile akbar phn off kore abr try korun…আশা করি কাজ হবে।
  7. Mafijul Contributor says:
    আপনার কথা মতো প্রত্যেকটা কাজ আরো ১মাস আগেই করেছি
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      mane?

      এই ট্রিক কোথায় পেলেন?

  8. Mafijul Contributor says:
    আপনার এই ট্রিক আরো অনেক আগেই জানি
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      ?
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      হাসার কি হলো?
  9. shamulhasan Subscriber says:
    Trick Kaj Koray Na!!! Tay Haslam!!!
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      itel a hoy na mone hoy.but কানেকশান লস কম হবে।

Leave a Reply