Site icon Trickbd.com

(2go) জাভা ইউজাররা দেখুন কিভাবে 2go v3.5 এ স্টাইলিস শব্দ (stylish word) যুক্ত করবেন

Unnamed

আসসালামু আলাইকুম ।

আশা করি সকলেই ভালো আছেন ।

আজকে যে বিষয় নিয়ে পোষ্ট করতে চলেছি সেটি হচ্ছে কিভাবে টুগো version 3.5 এ stylish word use করবেন ।বেশি কিছু বলতে চাই না । আসলে ভালো ভাবে লেখার মত আর সময় পাই না । তো চলুন মূল পোষ্টে যাওয়া যাক

প্রথমে নিচের লিংক থেকে টুগো টি ডাউনলোড করে নিন ।
“”Click Here To Download””

2go ডাউনলোড করা হলে ইনস্টল করুন । কিন্তু ভুলেও অপেন করবেন না

এবার নিচের লিংক থেক db ফাইলটি ডাউনলোড করে নিন ।
“”Click Here To Download””

ডাউনলোড করার পর .db ফাইলটি opera mini 4.21 mod দিয়ে রিনেম করে s366__d2.db এই নাম দিন ।

এবার opera mini 4.21 mod অপেরা মিনি অপেন করুন । এবার আমাদের আমার দেওয়া টুগোটির “root” বের করতে হবে । কিভাবে রুট বের করতে হয় তা এই লিংক থেকে দেখে নিন ।(তবে আমার মতে root বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইনস্টল করা 2go টি ইনস্টল লিস্টে সবার শেষে রাখবেন । তারপর opera mini 4.21 mod অপেন করে File Manager > Java > Installed > Selector.utf এ গিয়ে মেনুতে ক্লিক করে Text/UTF এ ক্লিক করে সবার শেষে যে রুট টা আছে ওটা মনে রাখবেন । তাহলে রুট বের করতে ঝামেলা হবে না )

root বের করা হলে db ফাইলটি আবার রিনেম করে আমার দেওয়া রুট চেঞ্জ করে আপনার টা বসিয়ে দিন । উদাঃ আমার দেওয়া নেম s366__d2.db (এখানে আমার রুট s366) । যদি আপনার রুট s10 হয় তাহলে রিনেম করে s10__d2.db দিন ।

এবার রিনেম করা db ফাইলটি opera mini 4.21 mod দিয়ে কপি করে ফাইল ম্যানেজার এ গিয়ে Jbed > Installed ফোল্ডারে পেষ্ট করে দিন ।

এবার 2go টি অপেন করে আপনার একাউন্টে লগিন করে যেকারো ম্যাসেজ অপসনে ক্লিক করে মেনুতে ক্লিক করে Clipboard এ দেখুন আপনার কাঙ্খিত Stylish word

পোষ্টটি ভালোভাবে উপস্থাপন না করতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।।

Exit mobile version