আশা করি সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
এর আগেও আমি ১টি চ্যালেঞ্জিং গেম শেয়ার করেছিল আর সেই গেমের নাম ছিল “Gravity defied pro” । আর আজ আবার অসাধারণ ১টি চ্যালেঞ্জিং গেম শেয়ার করতে চলেছি । তবে এটিতে আগের মত মটরসাইকেল থাকছে । এটিতে থাকবে ১টি বিমান,, যা দিয়ে আপনাকে আপনার প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে আপনার টার্গেটে যেতে হবে ।
আর আপনার প্রতিপক্ষ হিসেবে থাকবে যুদ্ধ জাহাজ । আর সেই জাহাজ থেকে বের হবে “মিসাইল”!!”উড়োজাহাজ”!!” কাটাযুক্ত গোলা” । আর আপনি এদের ধ্বংস করতে পাবেন খুবই সামান্য কিছু “মিসাইল” ।
কিন্তু আপনার এমন অবস্থাও হতে পারে যখন আপনার কাছে থাকবে না কোনো মিসাইল । তখন আপনাকে তাদের এড়িয়ে যেতে হবে । গেমটি তখনি আপনার কাছে কঠিন মতে হবে যখন আপনি ৩ নম্বর এবং ৩ এর পরের লেভেল গুলো খেলবেন । আর একেকটা লেভেলে পাবেন একেক রকম অসাধারণ সব ব্যাকগ্রাউন্ড ।
তো চলুন প্রথমেই কিছু স্ক্রিণশট দেখে নেয়া যাকঃ
এবার খেলার নিয়ম দেখে নেয়া যাকঃ
প্রতিটি লেভেল শুরু আগে আপনাকে ১টি টার্গেট দেওয়া হবে । আর সেই টার্গেটে থাকবে চেক পয়েন্ট । আর সেই চেক পয়েন্টে থাকবে কয়েকটি জাহাজ । আর আপনাকে সেই চেক পয়েন্টে গিয়ে জাহাজগুলো ধ্বংস করতে হবে ।
বিস্তারিত বুঝতে নিচের স্ক্রিণশটগুলো দেখুন
তো এবার গেমটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পোষ্টে । আল্লাহ হাফেজ