Site icon Trickbd.com

[Hot Post] দেখুন জাভা দিয়ে কিভাবে ডাট এসডি [যেকোনো] ভিডিও কে কনভার্ট করবেন। কোনো অ্যাপ ডাউনলোড ছারাই।[Don’t Miss It]

Unnamed

আস্সালামুআলাইকুম। আশা
করি সবাই আল্লাহ
তাআলার অশেষ রহমতে
ভালো আছেন। আপনাদের
দোয়ায় আমিও ভালো
আছি।
.
আজকে আমি একটা নতুন এবং
হেল্পফুল পোষ্ট নিয়ে
আপনাদের সামনে হাজির
হয়েছি।
.
আশা করি সবার উপকারে
আসবে। সবাই ধৈর্য ধরে
সবাই পোষ্ট টা পরবেন আর
কিছু না বুজলে কমেন্ট বক্সে
কমেন্ট করেন। তো শুরু করা
যাক।
.
অনেকেই হয়ত টাইটেল
দেখে বুঝে গেছেন কি
নিয়া আলোচনা করব।
.

আজকের টপিক নিয়া কিছু কথা।


.
আপনি এই ট্রিক টা দিয়ে আপনার ফেসবুক ইউটিউবের যেকোনো ডাট ভিডিও কনভার্ট করতে পারবেন।
.
প্রথমে বলি রাখি এই ট্রিক টা কার্জকরি হবে যদি আপনার Opera Mini থাকে ।
.জাভা ফোন দিয়ে কোন অ্যন্ড্রয়েড অ্যাপ ভিডিও কর্নভার্ট করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এইটার উপকার হলো যে ভিডিও আপনার ফোনে সাপোর্ট করবেনা তা ভালোভাবেই চলবে।
.
প্রথমে আপনার Java List Er অপেরা মিনিটেতে ডুকুন
.
তারপর নিচের লিংকে যান। click here
.
নিচ এর স্কিনশট ফলো করুন।
.
লিংকে ডুকার পর এরকম দেখতে পারবেন।

তারপরে আপনি আপনার ভিডিও টা চুজ ভাইলে আপলো করে কর্নভাট বাটন প্রেস করুন।

এরপর একটা পেজ আজবে যেখানে Download It লেখা থাকবে ওখানে ক্লিক করে আপনার ফাইলটি ডাউনলোড করে নিন।
.
এখানে ফাইল আপলোড ছারা ফ্রম ইউআরল দিয়েও হয় কিন্তু ভালো ভাবে কাজ করে না।
.
এখানে অনেক গুলো ফরম্যাট পাবেন নিচের স্কিনশট দেখুন।
.

more format

.

এখানে ভিডিও কাটার ও ব্যবস্থা আছে কিন্তু জাভা দিয়ে ভালো ভাবে হয় না। ভিডিও কাটতে অপশন বাটনে ক্লিক করুন এবং আপনার স্টার্ট এবং ইন্ড টাইম দিন।
.
.

আশা করি পোষ্ট টা আপনার
উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো
প্রকার ভুল হলে ছোট্ট ভাই
মনে করে ক্ষমা করে
দিবেন। আর ভুলটা কমেন্ট
বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য
থাকুন ট্রিক বিডির সাথে
থাকুন ট্রিক বিডি নিয়ম
কানুন মেনে চলুন আর ট্রিক
বিডি কে আরো উন্নত
করতে বেশি বেশি উন্নত
পোষ্ট করুন!
.
খোদা হফেজ।