Site icon Trickbd.com

জাভা 2go ইউজাররা দেখুন কিভাবে টুগো দিয়ে ফেসবুকিং অথবা নেট ব্রাউজিং করবেন :; 2go v3 with net browsing:;

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন পোষ্টটি টুগো সম্পর্কিত । আপনার অবগতে যে বর্তমানে টুগো বিডি লোকেশনে ব্যান । অবাক করা বেপার হলো টুগো বিডি লোকেশনে ব্যান হওয়া সত্বেও দিন দিন জাভা টুগো ব্যবহার কারিদের সংখ্যা বেড়ে চলেছে । কিন্তু আমরা টুগরো লাষ্ট ভার্সন ৭ এ যে ফিচার গুলো পেতাম তা বর্তমানে কার্যরত ভার্সন অথাৎ ৩ দশমিক ৮ এর নিচের ভার্সন গুলোতে তার অনেক ফিচার পাই না ।

তো এই পোষ্টে আমি টুগো ভার্সন ৭ এর ১টি ফিচার দেখাব যেটা বর্তমানে কার্যরত ভার্সন গুলোতে অনুপস্থিত । টাইটেল দেখে অবশ্যই সেটা বুঝে গেছেন । হ্যা আপনি ঠিক দেখেছেন,, আজকে দেখাব কিভাবে টুগোতে এ্যাক্টিভ থেকে নেট ব্রাউজিং করবেন ।

তো চলুন এবার কার্যপদ্ধতি দেখে নেওয়া যাকঃ

প্রথমে নিচের লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন

Click Tere To Download

এ্যাপটি ইনস্টল করে অপেন করলে ২ টা এ্যাপ দৃশ্যমান হবে । একটি হলো 2go v3 আরেকটি Opera mini handler । ১মে টুগো এ্যাপটিতে ঢুকে আপনার অ্যাকাউন্ট লগিন করে নিন





একান্ট লগিন হওয়ার পর আপনি নেট ব্রাউজিং করতে চাইলে * চেপে ধরবেন । তাহলে আপনি স্ক্রিণশট এর সেটিংস এ চলে যাবেন । তারপর আপনি মেনুতে (Menu) ক্লিক করে মিনিমাইজ (Minimize) এ ক্লিক করবেন । মিনিমাইজ এ পর ক্লিক করার পর আপনি মেইন মিডলেট অর্থাৎ পূর্বের যাওগায় চলে আসবেন ।

এখন আপনি অপেরা মিনি হ্যান্ডলার (OperaMinihHndler) এ ক্লিক করবেন । এরপর সব থেকে উপরে More Handler App এ ক্লিক করবেন । এরপর Opera Mini সিলেক্ট করবেন । তাহেল আপনি আপনার ফোনের মেইন অপেরাতে চলে যাবেন । কাজ শেষ । আপনি এখন আপনার ইচ্ছামতো নেট ব্রাউজিং করতে পারবেন আর অন্যদিকে আপনার লগিন করা টুগো একাউন্টটিও এ্যাক্টিভ থাকবে ।

তো আজকে এই পর্যন্তই । ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোষ্ট এ । কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ বলতে পারেন । আলাহ হাফেজ