আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো কারণ যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।

  • আমি জানি আপনারা সকলেই অনেক জ্ঞানী ও বুদ্ধিমান। সকলেই জানেন যে ব্যবহার ই হলো বংশের পরিচয়। তাই এমন ব্যবহার করবেন না যাতে কারো মন খারাপ হয়।
  • ..

  • পোস্ট টা যদি আপনাদের ভালো লাগে উৎসাহ দিতে ভুলবেন না। কারণ উৎসাহ দিলে লেখক আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করে।

পোস্টের টাইটেল দেখেই হয়তো বুঝে গেছে আজ কী শেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

প্রথমে এই লিংকে ঢুকবেন, এরকম আসবে, এখানে Login লেখায় ক্লিক করবেন।

এরকম আসলে নিচের দিকে ফেসবুক বা গুগলের লোগোতে ক্লিক করে লগিন করে নিন। (এজন্য অপেরাতে ফেসবুক আইডি, জিমেইল লগিন থাকতে হবে)। লগিন না করেও ডাউনলোড করতে পারবেন, তবে যেকোন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন না।

লগিন হয়ে গেলে এরকম আসবে। এখন যে ভিডিও ডাঊনলোড করবেন বক্সে সেটির নাম লিখে Search লেখায় ক্লিক করবেন। উদাহরণস্বরুপ আমি Baseera লিখলাম।

সার্চ রেজাল্ট আসলে যেটা ডাউনলোড করবেন সেটার ছবিতে ক্লিক করবেন।

ছবিতে ক্লিক করার যে পেইজ আসবে সেটির নিচের দিকে এরকম দেখতে পাবেন। এখানে প্রথমে বক্সে ভিডিও বিভিন্ন ফরম্যাট রয়েছে যেমন 3gp, mp4, extract the audio ইত্যাদি। ভিডিও যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটিই এখানে সিলেক্ট করবেন। আমি 3gp সিলেক্ট করেছি। আর নিচের বক্সে ভিডিওর স্কিন সাইজ সিলেক্ট করে OK ক্লিক করবেন।

পরবর্তী পেজ আসলে নিচের দিকে Convert লেখায় ক্লিক করবেন।

এরপর কনভার্ট হওয়া শুরু হবে। একটু পর পর Refresh করবেন।

100% হলে ডাউনলোড অপশন আসবে। তারপর ডাঊনলোড লেখায় ক্লিক করে ডাউনলোড করবেন।


কোন কিছু না বুঝলে কমেন্ট জানান।





3 thoughts on "যেভাবে জাভা ফোনেই ইউটিউভের যেকোন ভিডিও ডাউনলোড করবেন"

  1. foysal Contributor says:
    খুব ভালো পোস্ট।তবে এই সাইট নিয়ে এর আগে অন্য একটা সাইটে পোষ্ট আছে।
    1. Md. Siyam Hossen Contributor Post Creator says:
      Tai naki

Leave a Reply