আসসালামু আলাইকুম
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
.
আজকে আবারো টুগো সম্পর্কিত ১টি পোষ্ট করতে চলেছি । পোষ্ট টি হলো কিভাবে আপনার টুগো এ্যাপ এর ব্যাকগ্রাউন্ডে নিজের ইচ্ছামতো ছবি লাগাবেন ।
.
এর আগেও আমি টুগো সম্পর্কিত পোষ্ট করেছি । কিন্তু এখন পর্যন্ত বলি নি যে টুগো চ্যাট আসলে কি ।
টুগো চ্যাট হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জারের মতই একটি সোশ্যাল নেটওয়ার্কিং এপ্লিকেশন । যেটি সাধারণত চ্যাটিং করার জন্য ব্যবহৃত হয়ে থাকে ।
২০০৭ সালে উইটওয়েটারস্যান্ডের কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান, সময়সূচি, বক্তৃতা, ছবিসহ বিভিন্ন ফাইল শেয়ার অর্থাৎ যোগাযোগের সরঞ্জাম হিসেবে এটি তৈরি করেছিল ।
এটি অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি ওএস, জাভা এবং ব্ল্যাকবেরি 10 স্মার্টফোন ছাড়াও
বৈশিষ্ট্যযুক্ত ফোন সহ 1,500 টিরও বেশি ডিভাইসে সমর্থন করে।
.
উইকিপেডিয়ার তথ্যমতে এটি বর্তমানে নাইজেরিয়ার অন্তর্ভুক্ত ১৩ মিলিয়ন সক্রিয়
ব্যবহারকারীর সাথে আফ্রিকাজুড়ে ২ কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে । আর প্রতিমাসে এই সোশ্যাল নেটওয়ার্কিং পরিসেবাটিতে ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটিরও বেশি বার্তা আদান প্রদান করা হয় ।
.
টুগোতে একজন ইউজার তার লিস্ট এ থাকা বন্ধুদের সাথে খুব সহজেই তাৎক্ষণিকভাবে প্রাইভেটে বার্তা আদান প্রদান এবং ছবিসহ বিভিন্ন ফাইল শেয়ার করতে পারে । এছাড়া এখানে রয়েছে গো ইন্টারন্যাশনাল রুম । যেখানে একজন ইউজার তার নিজ দেশের ইউজার অথবা অন দেশের ইউজারের সাথে তথ্য বিনিময় করতে পারে ।
.
এছাড়াও টুগোতো রয়েছে স্টার লেভেল সিস্টেম । যেটি টুগোতে একজন ইউজার থেকে অন্য ইউজারের বেশি প্রাধান্য দিয়ে থাকে । যেখানে Novice হচ্ছে সবচেয়ে ছোট স্টার আর Black Diamond হচ্ছে সবচেয়ে বড় স্টার লেভেল ।
স্টার লেভেলগুলো পর্যায়ক্রমে সাজালে এরকম হবে
1. Novice
2. Amateur
3. Senior
4. Enthusiast
6. Expert
7. Leader
8. Veteran
9. Master
10. Ultimate
11. Sapphire
12. Emerald
13. Ruby
14. Diamond
15. Black Diamond
.
.
তো চলুন এবার টাইটেল প্রাসঙ্গিক আলোচনা শুরু করা যাকঃ
১মে নিচের লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন
Download 2go v3.5 English
Download 2go V3.5 Bangla
.
নিয়ম ১ : ডাউনলোড করার পর এ্যাপটি ইনস্টল করুন । তারপর যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে যোগ করবেন সেটা আপনার মেমোরিতে Lipon.png নামে সেভ করে রাখুন । কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন না ।
বিঃদ্রঃ ছবিটি অবশ্যই কম পিক্সেলের হতে হবে । 240×320 এবং এর থেকে কম হলে ভালো হয় । ।
এরপর এ্যাপটি অপেন করে টুগোতে ঢুকে দেখুন ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত হয়ে গেছে ।
.
অথবা
নিয়ম ২ : এ্যাপটি অপেন করুন তারপর মেনুতে ক্লিক করুন > Menu > General Settings > Backgroun Path এর নিচের বক্স এ আপনার ছবিটির লোকেশন দিন । অর্থাৎ ছবিটি যদি আপনার মেমোরিতে ss ফোল্ডারের ভেতর image.jpg নামে থাকে । তাহলে নিচের বক্সে file:///TFCard/ss/image.jpg দিন । তারপর সেভ করে দিন । ব্যাস কাজ শেষ
.
আর স্ক্রিণশট নিতে চাইলে কল বাটন চেপে স্ক্রিণশট নিতে পারবেন । স্ক্রিণশটটি মেমোরিতে Sshot নামক ফোল্ডারের ভেতর সেভ হবে
নিচে আমার এমবেড করা কিছু স্ক্রিণশট দেওয়া হলঃ
কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে বলতে পারেন । অথবা টুগোতে বলতে পারেন । আমার টুগো ইউজারনেমঃ liponislam আর হ্যা টুগো সম্পর্কিত যেকোনো প্রশ্ন এবং সাহায্য লাগলে আমাদের এই গ্রুপটিতে জয়েন করুন
.
তো আজকে এই পর্যন্তই । ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোষ্ট এ । আল্লাহ হাফেজ
→ এরকম আরো টিপস এবং ট্রিকস পেতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে
9 thoughts on "[2go] |!*~ 2go ইউজাররা এবার টুগোর ব্যাকগ্রাউন্ডে ইচ্ছেমতো ছবি যুক্ত করুন । (বিস্তারিত পোষ্ট এ)~"