আসসালামু আলাইকুম ।
আশা করি ভালো আছেন ।

আজকে আলোচনা করব কিভাবে জাভা ফোনের মেইন অপেরা মিনিতে নিজের ছবি সেট করবেন । অর্থাৎ আপনার ফোনের মেইন অপেরা মিনিতে ঢুকলেই আপনার ছবি ভেসে উঠবে । আমি কিন্তু অপেরার লগোর কথা বলতেছি না ।
চলুন শুরু করা যাক ।

যা যা লাগবেঃ
১. মোবি এক্সপ্লোরার (Moby explorer) না থাকলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন

২. একটা ছবি.. এখানে যেকোনো সাইজের ছবি হলেই হবে.. তবে আমি সাজেস্ট করবো আপনারা 240×320 পিক্সেল এর ছবি ব্যবহার করবেন.. কারণ 240×320 px এর ছবিটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে ।

যারা ছবি রিসাইজ করতে পারেন না তারা আমায় ফেসবুকে নক দিয়ে আপনার ছবিটি পাঠিয়ে দিতে পারেন, আমি রিসাইজ করে দেওয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ ।

My Facebook profile : Lipon Islam
.

কার্যপদ্ধতিঃ

১. যে ছবি টি সেট করতে চান সেই ছবিটির একটি ছোট নাম দিন । যেমনঃ picture.png । আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিব । তো আপনারা চাইলে আমার উদাহরণের নামটিও ব্যবহার করে অনুসরণ করতে পারেন । এতে আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি ।

নিচে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি

২. যে ছবিটি অপেরা মিনিতে সেট করতে চান সেই ছবিটির নাম image.png দিয়ে সেভ করুন

3. এবার ছবিটি কপি করে ফোনের OperaMiniCustom > mini4 এর ভিতরে গিয়ে পেস্ট করে দিন । (যাদের ফোনে OperaMiniCustom এই নামটির বদলে অন্য নাম আছে তারা একটু মিলিয়ে নিবেন)

৩. এবার moby exploer অ্যাপটি ওপেন করুন । নিচে দেখুন আমি আমার ছবিটি উপরে বর্ণিত ফোল্ডারে পেস্ট করে দিয়েছি ।

৪. এবার দেখুন ওখানে reksio.ini নামে একটা ফাইল আছে ।

আপনারা ফাইলটিতে ৪,৫ বার ক্লিক করে ফাইলটি ওপেন করবেন । ফাইলটি ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেস শো হবে ।

৫.এখানে PngFile=p*?:splash.png নামে একটা লেখা আছে । তো আমাদের এই লেখাটি পরিবর্তন করে অন্য আরেকটি লেখা বসিয়ে দিতে হবে

এবার Menu তে ক্লিক করুন তারপর Edit এ ক্লিক করুন ।

এবার আপনারা ওই PngFile=p*?:splash.png লেখাটির p*?:splash.png লেখাটি মুছে
s*?:image.png
এই লেখাটি বসিয়ে দিন । তাহলে পুরো লেখাটি দেখতে হবে এ রকম PngFile=s*?:image.png । না বুঝলে নিচের স্ক্রিনশটটি দেখুন

এবার Menu তে ক্লিক করে Save এ ক্লিক করে ফাইলটি সেভ করে দিন এবং back এ আসুন ।

এবার দেখুন নিচে reksio.ini.BAK নামে একটা নতুন ফাইল তৈরি হয়েছে ।

ফাইলটাতে গিয়ে Menu > Action > Delete এ ক্লিক করে ফাইলটি ডিলিট করে দিন ।

এবার আপনার ফোনের অপেরা মিনিতে ঢুকলেই দেখবেন আপনার ছবি ভেসে উঠছে । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

আর যদি আপনার মন চায়, তাহলে আমার সাইট টি ভিজিট করতে পারেন ।
লিংকঃ mobiplus.wapkiz.com
আল্লাহ হাফেজ

→ এরকম আরো টিপস এবং ট্রিকস পেতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে

13 thoughts on "জাভা ফোনের মেইন অপেরা মিনিতে নিজের ছবি সেট করুন । অর্থাৎ অপেরা মিনিতে ঢুকলেই প্রথমেই আপনার ছবি ভেসে উঠবে??"

  1. sharif Author says:
    ভালো পোষ্ট।তবে আমার সাইটে পোষ্টটি করতে বলেছিলাম।আপনি বললেন ট্রিকবিডিতে সাধারণত পোষ্ট করি।কিন্তু এটা ভেবে দেখেন তো আপনাদের সাহায্য ছাড়া নতুন সাইট কিভাবে এগিয়ে যাবে।আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি।খারাপ ভাবে কথাগুলো প্লিজ নিবেন না।
    1. Lipon Islam Author Post Creator says:
      মানুষ সাধারণত ব্লগিং করে নিজের জ্ঞানকে শেয়ার করার জন্য । তাই আপনি যা জানেন তা দিয়েই নিজের ব্লগিং শুরু করেন…

      অন্যের সাইটে পোস্ট করি না, কারণ সবাই নিজের সাইটে অ্যাডসেন্সে পাওয়ার পর সাইট বিক্রি করে দেয়.. (অনেক ইতিহাস আছে) হয়ত আপনিও তার ব্যতিক্রম নন (I guess)

      আর সবাই জানে যতদিন ট্রিকবিডি বেঁচে থাকবে ততদিন এই পোস্টগুলো এখানে জীবন্ত থাকবে । এবং আশা করি নতুন জাভা ইউজাররা এসব পোস্ট কয়েক বছর পরও দেখতে পারবেন ।

  2. sharif Author says:
    আপনার কথায় যুক্তি আছে।তবে আমি এডসেন্স পেলেও সাইটটা বিক্রি করবো না।ইনসাআল্লাহ্ যত দিন আছি ততদিন সাইটটি রাখবো।আশা করি এরপর আপনাদেরকে পাশে পাবো।আর যদি না পাই তাহলে সেটা হয়তো আপনার পার্সোনাল ব্যাপার হতে পারে।
    1. Lipon Islam Author Post Creator says:
      ❤️❤️
  3. Md. Redowan Islam✓ Contributor says:
    আপনি স্ক্রিনশর্টগুলো কীভাবে লাল চতুর্ভুজ আকারে Indicate করেছেন?কোন অ্যাপ দিয়ে করেছেন?
    1. Lipon Islam Author Post Creator says:
      এনড্রয়েড দিয়ে..
  4. sharif Author says:
    ভাই তাহলে আশা করলাম পরবর্তীতে পাশে থাকবেন।
    1. Lipon Islam Author Post Creator says:
      আমি জাভা সম্পর্কিত পোস্ট ট্রিকবিডিতে করেই সাচ্ছন্দ্যবোধ করি… ধন্যবাদ
  5. Expart Webmastar Contributor says:
    Thanks Vai আপনার কথামতো আমার ও কাজ সঠিক হইছে ধন্যবাদ।
  6. sharif Author says:
    ঠিক আছে।তবে সাইটে একাউন্ট তো খুলতে পারবেন?
    https://odrisholekhokh.com
  7. jamiul Contributor says:
    ভাইয়া আমি পারছিনা T.T টি এফ কার্ড দিলে হয়না
  8. Asif5 Contributor says:
    অনেক কষ্টের পর পারছি।

Leave a Reply