আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না । সরাসরি পোস্টের কথায় আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি ।

আজ আমি লিখতে যাচ্ছি যে কিভাবে আপনারা ওপেরা মিনির ব্রাউজিং স্পিড বাড়াবেন ।

ওপেরা মিনির ব্রাউজিং স্পিড বাড়ানোর উপায় :-

অনেক জাভা ইউজাররা হয়তো হয়তো চান যে আমি খুব দ্রুত ব্রাউজ করব । কিন্তু তাদের নেট স্পিড খুব কমই থাকে । তাদের ইন্টারনেট ব্যাবহার করতে অনেক কষ্ট হয় । তাই তাদের কষ্ট দূর করার জন্য আমার আজকের এই পোস্টটি লেখা । তো চলুন শিখে নিন ওপেরা মিনিতে ব্রাউজিং স্পিড বাড়ানোর ট্রিকটি ।

ওপেরা মিনিতে ব্রাউজিং স্পিড বাড়াতে আপনাকে যা যা করতে হবে :-

ওপেরা মিনিতে “socket://” সাভার ব্যাবহার করতে হবে । বিস্তারিত :-

ওপেরা মিনিতে ব্রাউজিং স্পিড বাড়ানোর জন্য প্রথমেই “http://” সাভারের পরিবতে “socket://” সাভার ব্যাবহার করতে হবে । আপনি শুধুমাত্র এটি Opera mini 4.20/4.21 & Bangabandhu browser -এ ব্রাউজিং স্পিড বাড়াতে পারবেন । অথাৎ এই ব্রাউজারগুলোতে “socket://” সাভার ব্যাবহার করতে হবে । আমি এই ব্রাউজারগুলোর জন্য একটি “socket://” সাভারের লিস্ট টেক্সট ফাইল আকারে তৈরি করেছি । পোস্টের শেষে টেক্সট ফাইলটির লিংক দেওয়া হবে ।

“socket://” সাভার ব্যাবহার নিয়ম :-

ওপেরায় প্রবেশ করে প্রথমে # ও পরে 8 -এ ক্লিক করে “network” অপশনে ক্লিক করুন ।

তারপর সাভার অপশনে আমার তৈরি করার সাভার লিস্টের যে কোন একটি “socket://” সাভার বসিয়ে দিন ।

তারপর “shadow connection” অপশনে টিক চিহ্ন দিন ।

তারপর সেভ করে দিন । এখন আশা করি এই ট্রিকটি অনুসরণ করলে ওপেরা মিনিতে খুব দ্রুত ব্রাউজিং করতে পারবেন ।

বিশেষ দ্রষ্টব্য :- ওপেরা মিনিতে “socket://” সাভার ব্যাবহারে ফাইল আপলোডে সমস্যা হতে পারেন ।

ওপেরা মিনির সাভার লিস্টটির টেক্সট ফাইল ডাউনলোড করতে click here…

my wapkiz site

2 thoughts on "আপনার ওপেরা মিনির ব্রাউজিং স্পিড বাড়ান খুব সহজেই"

  1. Dexter Contributor says:
    Java Mobile এর Postগুলো Hot Topic ছিলো একসময় ?
    Miss That Time
    1. tricklover Contributor Post Creator says:
      Hmm.এখন আর নাই । অ্যান্ড্রয়েড সবাই । তবে জাভাকে ভোলা যায় না । কারণ জাভা দিয়েই আমাদের হাতে খড়ি ।

Leave a Reply