আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে cricbuzz.com সাইটটির জাভা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে পোস্টে লাইক দিবেন এবং কমেন্ট করবেন ।
আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদের সাথে “cricbuzz.com” সাইটটির জাভা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি । cricbuzz.com সাইটের সাথে পরিচিত নয় এমন খুব কম লোকই আছে । এই সাইট ক্রিকেটের সকল ম্যাচের স্কোর বল বাই বল দেখানোর জন্য জনপ্রিয়তা লাভ করেছে । এই সাইটের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে যেমন সরাসরি ক্রিকেট ম্যাচের স্কোর,কমেন্টারি,স্কোরবোড দেখা যায় তেমনি এর জাভা অ্যাপ থেকেও ক্রিকেটের স্ক্রোর দেখা যায় । তাই আজকে আমি আপনাদের সাথে সাইটটির জাভা অ্যাপ শেয়ার করলাম ।
জাভা অ্যাপ রিভিউ :-
ক্রিকবাজের জাভা অ্যাপটির সাইট মাত্র ২৬৯ কেবি । আশা করি সকল মোবাইলে সাপোট করব । তবে কম র্যামের মোবাইলগুলোতে কমেন্টারি ও স্ক্রোরবোড দেখতে অসুবিধা হতে পারে । অ্যাপটি ব্যাবহারের নিয়ম :-
» অন্যান্য জাভা অ্যাপ ইন্সটল করার মতো এটিও ইনস্টল করুন । প্রথমে ওপেন করার পর নিচের ছবির মতো দেখতে পারবেন ।
» তারপর লোডিং হবে । লোডিং হওয়ার পর একটি ম্যাচের স্কোর দেখতে পারবেন । যেমনটি আমি নিচের ছবিতে দেখিয়েছি ।
» “Next match” অপশনে ক্লিক করলে আরেকটি ম্যাচের স্কোর দেখাবে ।
» এছাড়া “menu” অপশনে ক্লিক করলে ম্যাচটির কমেন্টারি ও স্কোরকাড দেখার অপশনগুলো পাবেন ।
App download:-
অ্যাপটি ডাউনলোড করতে নিচের লেখা cricbuzz app download অপশনে ক্লিক করুন ।
তো এই ছিল আমার আজকের পোস্ট । আমাকে যে কোন প্রয়োজনে ইমেইল করতে পারেন । আমার ইমেইল
muhitstudent62@gmail.com